• Rishabh Pant: বিতর্কে পন্থ, জরিমানার দাবি প্রাক্তন তারকা ক্রিকেটারের...
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্লো ওভার রেটের জন্য একবার আর্থিক জরিমানা হয়েছে ঋষভ পন্থের। আবার দিল্লির অধিনায়কের জরিমানার দাবি করলেন অ্যাডাম গিলক্রিস্ট। কিন্তু কেন হঠাৎ এমন চেয়ে বসলেন অস্ট্রেলিয়ান গ্রেট? লখনউয়ের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। দেবদত্ত পাড়িক্কলকে লেগে বল করেন ইশান্ত শর্মা। অনফিল্ড আম্পায়ার ওয়াইড দেন। কিন্তু রিভিউ নেন পন্থ। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বলটা ন্যায্য ওয়াইড। কিন্তু আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দিল্লির অধিনায়ক। এই ঘটনায় একেবারেই খুশি নন অ্যাডাম গিলক্রিস্ট। পন্থের জরিমানার দাবি করেন অজি তারকা। একইসঙ্গে পরিস্থিতি কন্ট্রোল করতে না পারার জন্য আম্পায়ারেরও সমালোচনা করেন। গিলক্রিস্ট বলেন, "আম্পায়ারদের আরও শক্ত হাতে ম্যাচের দখল নেওয়া উচিত। সেটা যে ফরম্যাট‌ই হোক না কেন। ঋষভ রিভিউ নিয়েছিল কিনা সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সেই নিয়ে মাঠে ৩-৪ মিনিট ধরে বচসা চলে। পন্থ বা অন্য কোনও প্লেয়ার অভিযোগ জানালেও, ঘটনাটি শেষ হয়ে গিয়েছে বলে ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়া উচিত আম্পায়ারের। তাসত্ত্বেও সংশ্লিষ্ট ক্রিকেটার তর্ক করলে, তাঁর জরিমানা হওয়া উচিত।" দিল্লির নেতার এমন আচরণে ক্ষুব্ধ প্রাক্তন অস্ট্রেলীয় তারকা। উল্লেখ্য, শুক্রবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় দিল্লি। 
  • Link to this news (আজকাল)