• METRO: কিউআর কোড পেমেন্ট সুবিধা এখন মেট্রো স্টেশনের শৌচাগার এবং দোকানে...
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ মেট্রো চত্বরে যাত্রীস্বাচ্ছন্দ আরও উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিল। সম্প্রতি যাত্রী সুবিধায় যুক্ত হয়েছে একটি নতুন অনন্য বৈশিষ্ট্য। মেট্রো যাত্রীরা এখন তাঁদের স্মার্ট ফোনের সাহায্যে কিউআর কোড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা দিয়ে দক্ষিণেশ্বর স্টেশনে পে-অ্যান্ড-ইউজ শৌচাগার ব্যবহার এবং মেট্রোর সামনের দোকান থেকে কেনাকাটা করতে পারবেন। এই উদ্যোগ যাত্রীসেবায় বিরাট পরিবর্তন আনবে, সময়ও বাঁচাবে। যাত্রীদের সুবিধার্থে ডিজিটালাইজড পেমেন্ট চালুর মাধ্যমে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পে-অ্যান্ড-ইউজ শৌচাগারের জন্য কিউআর কোডেড পেমেন্ট সিস্টেম শনিবার থেকে চালু হল। পে-অ্যান্ড-ইউজ শৌচালয়ে প্রবেশ করার সময় বা মেট্রো চত্ত্বরের দোকানে কিছু কেনার সময় যাত্রীরা কিউআর কোডটি স্ক্যান করতে পারেন এবং তাঁদের পছন্দের ডিজিটাল পেমেন্ট গেটওয়ে বা পদ্ধতির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করতে পারেন। এই কিউআর-কোড-ভিত্তিক অর্থপ্রদান ব্যবস্থার বাস্তবায়ন আর্থিক নিরাপত্তা এবং স্বচ্ছতা বৃদ্ধি করবে। এই কাজ ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি খুচরো অর্থের সমস্যাও মেটাবে এই নতুন ব্যবস্থা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “এই উদ্যোগ যাত্রীদের অনলাইনে অর্থপ্রদানে সাহায্য করবে এবং এটি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সময় বাঁচাবে৷ এমন উদ্যোগে যাত্রীরা খুশি।”
  • Link to this news (আজকাল)