• Kolkata: আলপনা এঁকে বর্ষবরণ শহরবাসীর
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৪
  • তীর্থঙ্কর দাস: রবিবার পয়লা বৈশাখ। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে নববর্ষের উদযাপনে মেতে উঠেছে গোটা বাংলা। রং তুলির ছোঁয়ায় এবার বর্ষবরণ শহরবাসীর। দক্ষিণ কলকাতা থেকে উত্তর, টালিগঞ্জ থেকে যাদবপুর শহরের আনাচে কানাচে শিল্পের ছোঁয়া দেখা গেল। কুদঘাট অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দেখা গেল আলপনা। উদ্যোক্তা পশ্চিম পুটিয়ারি তরুণ সংঘ। আলপনা আঁকতে হাতে হাত মিলিয়েছিলেন এলকাবাসীরাও। অন্যদিকে সুকান্ত সেতুর মোড় থেকে শুরু করে গাঙ্গুলী বাগান পর্যন্ত রাস্তায় আলপনা দিল মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র, পশ্চিমবঙ্গ। তরুণ সংঘের ক্লাব সদস্যরা জানাচ্ছেন, এবার নতুন কিছু করতে চেয়েই এমন উদ্যোগ নেওয়া। আরও বলেন, বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে। সেই ঐতিহ্য আর সংস্কৃতি বাঁচানোর চেষ্টাই করছেন তাঁরা। ইউনেস্কো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে ২০১৬ সালে। ২০১৭ সালে পশ্চিমবঙ্গের যাদবপুরে যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল আজ তা কার্যত বটবৃক্ষে পরিণত হয়েছে। মঙ্গল শোভাযাত্রা পশ্চিমবঙ্গে এবছর অষ্টমবর্ষে পদার্পণ করবে। মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্র, পশ্চিমবঙ্গের সম্পাদক বুদ্ধদেব ঘোষ জানিয়েছেন, "আগামী বছর রাজ্যের সব জেলায় এই উৎসব ছড়িয়ে যাবে বলে আশা করছি।"
  • Link to this news (আজকাল)