• 'দেখতেই হবে...' ময়দান দেখে মুগ্ধ সৌরভ, অজয়ের ছবির তারিফ করে লিখলেন কী?
    হিন্দুস্তান টাইমস | ১৪ এপ্রিল ২০২৪
  • সদ্যই মুক্তি পেয়েছে ময়দান। দর্শক থেকে সমালোচক সকলের মুখেই কেবল অজয় দেবগনের ছবির প্রশংসা। বক্স অফিসেও জমিয়ে ব্যবসা করছে এই ছবিটি। এবার খোদ সৌরভ গঙ্গোপাধ্যায় এই স্পোর্টস ড্রামার রিভিউ দিলেন।

    ক্রিকেট দুনিয়ার অন্যতম লিভিং লেজেন্ড তথা দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি ময়দান দেখে নিজের মতামত জানালেন। অজয় দেবগনের এই ছবির প্রশংসা করে জনগণকে অনুরোধ করলেন সেই ছবিটি হলে দেখতে যাওয়ার জন্য।

    এদিন ময়দান ছবিটির প্রশংসা করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, 'কেউ ময়দানের দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা মিস করবেন না। ভারতীয় কালজয়ী ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের দুর্ধর্ষ গল্প উঠে এসেছে। ধরা পড়েছে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের কথা।'

    একই সঙ্গে এই পোস্টে তিনি টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে লেখেন, 'ভারতীয় ফুটবলের তারকাদের এই ছবি আবার জীবন্ত করে তুলেছে। এটা মাস্ট ওয়াচ ভারতীয় স্পোর্টস ছবি।'

    কেবল সৌরভ গঙ্গোপাধ্যায় নন। শাহিদ কাপুরও এই ছবিটির প্রশংসা করেছেন এবং সকলকে সেটা দেখার অনুরোধ করেছেন। তিনি এই ছবির প্রশংসা করে শুক্রবার লেখেন, 'ভীষণ উপভোগ করেছি ময়দান ছবিটি আজ। ভীষণ সুন্দর করে ছবিটি বানানো হয়েছে। দেখে আসুন বন্ধুরা। এই পোস্ট সবার জন্য। ভালো ছবি দেখা উচিত। গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল।'

    গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে অজয় দেবগনকে। তাঁর সঙ্গে থাকবেন রুদ্রনীল ঘোষ, আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায়, প্রমুখ। এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আবদুল রহিমের কথা। তাঁর সঙ্গে ফুটবল, কলকাতা, ইত্যাদি প্রসঙ্গও উঠে এসেছে। এই ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়মণি। ছবিটির পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। বক্স অফিসে এই ছবির মুখোমুখি হয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)