• SSC: বেনামি আবেদন মামলায় ডিভিশন বেঞ্চে হোঁচট খেল রাজ্য,এবার সুপ্রিম কোর্টে যাবে?
    হিন্দুস্তান টাইমস | ২৫ নভেম্বর ২০২২
  • এসএসসির বেনামি আবেদন মামলায় এবার ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার। এসএসসির বেনামি আবেদন মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল থাকল ডিভিশন বেঞ্চেও। তবে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার ও এসএসসি। এই মামলায় রাজ্যের শিক্ষাসচিবকে আদালতে তলব করা হয়েছিল। এদিকে ডিভিশন বেঞ্চের বিচারপতির প্রশ্ন সিঙ্গল বেঞ্চে মামলা হচ্ছে। এতে অসুবিধা কোথায়? আদালত কি কোনও সচিবকে ডাকতে পারে না? কীভাবে এমন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল তা নিয়েও বিষ্ময় প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ।

    তবে কমিশনের তরফ থেকে বলা হয়, অপরাধটা ঠিক কোথায়? অপরাধ হলেই তো সিবিআই তদন্তের জন্য় বলা হয়।

    তবে এরপরই ডিভিশন বেঞ্চেও ধাক্কা খায় রাজ্য সরকার। একদিকে আদালতের নির্দেশ নিয়োগ মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখনই অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দেয় স্কুল সার্ভিস কমিশন। এনিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন বিচারপতি।

    তবে এক আইনজীবীর দাবি, এই বিজ্ঞপ্তির মাধ্যমে অযোগ্যদের ফের নিয়োগের ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছিল। এসএসসিকে সামনে রেখে কার মস্তিস্কপ্রসূত এই ঘটনা তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বেনামি আবেদনের মাথায় কে? প্রশ্নের উত্তর কি মিলবে? কেন পদ তৈরি করা হল? 

     
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)