• Uruguay-South Korea: বিশ্বকাপে ফের এশীয় শক্তির দাপট, এবার আটকে গেলেন সুয়ারেজরা
    আজকাল | ২৫ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: কাতার বিশ্বকাপে এশীয় শক্তির দাপট।

    সৌদি আরব, জাপান হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা, জার্মানিকে। বৃহস্পতিবার সন্ধেয় উরুগুয়েকে আটকে দিল দক্ষিণ কোরিয়া। রাশিয়া বিশ্বকাপে তাঁদের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এদিন হারাতে না পারলেও সুয়ারেজদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল দক্ষিণ কোরিয়া। তবে এদিনও রূপকথা রচনার সুযোগ এসেছিল এশিয়ার দেশের সামনে। কিন্তু কয়েকটা দারুণ সেভ করে দলের পতন রোখেন উরুগুয়ের গোলকিপার। নয়ত আরও একটি অঘটন ঘটিয়ে ফেলত দক্ষিণ কোরিয়া। সুয়ারেজ, কাভানির মতো বিপজ্জনক ফুটবলারদের ৯০ মিনিট আটকে রাখতে সক্ষম হয় এশিয়ার দেশ।

    দুই দলই সতর্কতার মোড়কে শুরু করে। প্রথমার্ধে কোনও দলই সেইভাবে কোনও পজিটিভ সুযোগ পায়নি। বিরতির আগে এগিয়ে যাওয়ার একটা সুযোগ এসেছিল উরুগুয়ের সামনে। কিন্তু গডিনের হেড ক্রসপিসে লাগে। দ্বিতীয়ার্ধের একটা সময় পর্যন্ত দুই দলের খেলায় কোনও ঝাঁঝ ছিল না। ব্যতিক্রম শেষ ১০ মিনিট। আচমকাই ম্যাচে জীবন ফেরে। অলআউট ঝাঁপায় উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া। একাধিক সুযোগ তৈরি হয়। ভ্যালভার্দের দূরপাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হয়। তবে প্রশংসা করতেই হবে সন, হুয়াংদের। বিপক্ষে তাবড় তাবড় ফুটবলার থাকা সত্ত্বেও বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে সমানে সমানে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালালেন। যদিও কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। তবে সুয়ারেজদের আটকে দেওয়া দক্ষিণ কোরিয়ার মনস্তাত্ত্বিক জয়। আবারও এশীয় শক্তির জয় দেখল ফুটবল বিশ্ব। 
  • Link to this news (আজকাল)