• মাশা খুন হননি, দাবি ইরানের মন্ত্রীর
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নয়াদিল্লি: হিজাব বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ইরান। নেপথ্যে পুলিসি হেফাজতে মাশা আমিনির মৃত্যু। হিজাব ছাড়া বাইরে বেরনোয় ২২ বছরের এই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ, পুলিসের অত্যাচারে মৃত্যু হয় তাঁর। যদিও ভারত সফরে এসে ইরানের উপ বিদেশমন্ত্রী আলি বাকেরির দাবি, মাশা আমিনি খুন হননি। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। ইরানের এই বিক্ষোভ ও অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য উল্টে পশ্চিমি সংবাদমাধ্যমকে দায়ী করেন তিনি। বাকেরির দাবি, ভিত্তিহীন মনগড়া গল্প ছড়ানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)