• ‘পর্যটনে অগ্রাধিকার হোমস্টেতে’
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে এখন শীতের আমেজ। শুরু হয়ে গিয়েছে পর্যটনের মরশুম। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পাহাড় থেকে জঙ্গলমহল পর্যন্ত রাজ্যের সর্বত্রই সাজানো হয়েছে। পর্যটকদের জন্য প্রথম অগ্রাধিকার হোম স্টে। পর্যটন গন্তব্যের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলা।’ এসসি, এসটি সার্টিফিকেট সম্পর্কে ভুল তথ্য দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। আত্রেয়ী নদীর জল সমস্যা নিয়ে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের আলোচনা চান তিনি।     

    বিধায়কদের প্রশ্নে, পর্যটনমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি নতুন দায়িত্ব নিয়েছেন। রাজ্যের সবটা এখনও জানেন না। আমি উত্তর দিচ্ছি।’ মন্ত্রী বলেন, ‘সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে। মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন, তাঁকে ধন্যবাদ।’ মমতা বলেন, ‘জঙ্গলমহলের আতঙ্ক কেটেছে। হাসি ফুটেছে সবার মুখে।’ তিনি জানান, রাজ্যে ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক—এই তিনধরনের পর্যটনই চালু আছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে মধ্যে সংযোগকারী নতুন রাস্তা তৈরি হচ্ছে। খরচ হবে ৩০০০ কোটি টাকা। রাজ্যে ১৯৬৫টি হোমস্টে চলছে। আরও বাড়াতে উৎসাহ দিচ্ছে সরকার। বক্সা ফোর্টে রোপওয়ে তৈরি প্রসঙ্গে পর্যটকদের নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত রিপোর্ট চান মুখ্যমন্ত্রী। এদিনই ‘উত্তরবঙ্গ পর্যটন উন্নয়ন টাস্ক ফোর্স’ গঠনের বিজ্ঞপ্তি জারি হয়। মাছচাষ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাতেও এখন ইলিশ চাষ হচ্ছে। ডায়মন্ডহারবারে গবেষণাকেন্দ্র হয়েছে। কোলাঘাটে ইলিশ আসছে। পুকুর ও জলাশয়ে মাছচাষের দায়িত্ব নিতে হবে স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সম্প্রদায়কে। খোকা ইলিশ ধরা চলবে না।’
  • Link to this news (বর্তমান)