• হামরো পার্টি থেকে ৫ জন কাউন্সিলার অনীত শিবিরে
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • সংবাদদাতা, শিলিগুড়ি: অজয় এডওয়ার্ডের হামরো পার্টিতে বড়সড় ভাঙন ধরল। পুরসভার বোর্ড গঠনের মাত্র দশ মাসের মধ্যেই তাদের পার্টিতে ভাঙন ধরিয়েছে অনীত থাপার দল। বৃহস্পতিবার দার্জিলিং পুরসভার ৫ কাউন্সিলার অজয় এডওয়ার্ডের শিবির ছেড়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিলেন। দলের ভাঙনে দার্জিলিং পুরসভার ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়ল হামরো পার্টি। 

    প্রসঙ্গত, জিটিএ নির্বাচনের আগে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অমর লামা পদত্যাগ করেন। তারপর এদিন পাঁচ কাউন্সিলার অনীতের শিবিরে যোগ দেওয়ায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার কাউন্সিলারের সংখ্যা বেড়ে হল ১৪। দলবদলের জেরে হামরো পার্টির হাতে ১২ জন কাউন্সিলার রয়েছেন। শাসকদল তৃণমূলের দুই কাউন্সিলারের সমর্থন পেলে দার্জিলিং পুরসভায় এখন অনীতের দলের বোর্ড গঠন নিশ্চিত। এবিষয়ে, অনীত থাপা বলেন, আমরা পাহাড়ে উন্নয়ন চাই। আর সেই উন্নয়নের লক্ষ্যেই অন্যদলের জনপ্রতিনিধিরা আমাদের দলে আসছেন। তৃণমূল আমাদের সমর্থন করছে। দার্জিলিং পুরসভায় আমরাই বোর্ড গঠন করতে চলেছি। 

    রাজ্যসভার সাংসদ তথা দার্জিলিং হিল তৃণমূলের সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, আমাদের সঙ্গে আগে থেকেই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জোট রয়েছে। তৃণমূলের দুই কাউন্সিলার নিঃশর্তভাবে বাইরে থেকে বোর্ড গঠনে ওদের সমর্থন করবে। অজয় এডওয়ার্ড বলেন, অনেক আন্দোলনের পর আমরা বিশ্বাস করেছিলাম, পাহাড়ে গণতন্ত্র ফিরেছে। কিন্তু, বাস্তবে তা হল না। এবার পাহাড়বাসীর সময় এসেছে চিন্তা করার।
  • Link to this news (বর্তমান)