• গোয়েলকে নির্বাচন কমিশনার পদে নিয়োগে তাড়াহুড়ো কেন্দ্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নয়াদিল্লি: নির্বাচন কমিশনার পদে অরুণ গোয়েলের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। তাঁকে নিয়োগের ক্ষেত্রে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে বলে কেন্দ্রকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত। বুধবার গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল চেয়ে পাঠিয়েছিল আদালত। সেইমতো বৃহস্পতিবার সাংবিধানিক বেঞ্চের সামনে গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল পেশ করে কেন্দ্র। 

    এদিন বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের প্রশ্ন, ‘এটা কী ধরনের মূল্যায়ন প্রক্রিয়া? আমরা অরুণ গোয়েলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না। আমাদের প্রশ্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে।’ আদালতের আরও পর্যবেক্ষণ, নিয়োগে ক্লিয়ারেন্স দেওয়া থেকে তড়িঘড়ি নিয়োগ। ফাইল সরতে ২৪ ঘণ্টাও সময় লাগছে না। এ তো দেখছি ‘বিদ্যুতের গতিতে’ চলছে।  শীর্ষ আদালতের একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে বেঞ্চকে গোয়েলের নিয়োগ সংক্রান্ত পুরো বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি। এদিন অ্যাটর্নি জেনারেলের সওয়ালের চলাকালীন বর্ষীয়ান আইনজীবী প্রশান্তভূষণ কিছু বলার চেষ্টা করেন। তখন তাঁকে থামিয়ে দিয়ে আর ভেঙ্কটরমানি বলেন, ‘আপনি কিছুক্ষণের জন্য দয়া করে মুখ বন্ধ রাখুন।’ গোয়েলের নিয়োগ নিয়ে বুধবার প্রশান্ত ভূষণ সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন, গত ১৮ নভেম্বর স্বেচ্ছাসবর দেওয়া হয়েছিল অরুণ গোয়েলকে। তারপরের দিনই অর্থাৎ ১৯ নভেম্বর নির্বাচন কমিশনার পদে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল। এরপরই কেন্দ্রের কাছে গোয়েলের নিয়োগ সংক্রান্ত ফাইল দেখতে চেয়েছিল। এদিন সেই ফাইল পেশ করেন আর ভেঙ্কটরমানি।   নির্বাচন কমিশনার এবং মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্তির ক্ষেত্রে কলেজিয়ামের মতো প্রক্রিয়ার আর্জি জানিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী পাঁচদিনের মধ্যে মামলাকারী সবপক্ষকে মতামত জানাতে বলেছে শীর্ষ আদালত।
  • Link to this news (বর্তমান)