• চলছে পলিগ্রাফ টেস্ট, লাই ডিটেক্টরের সামনেও হেলদোল নেই আফতাবের ব্যবহৃত পাঁচটি ছুরি উদ্ধার, খোঁজ চলছে করাতের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় বৃহস্পতিবার পলিগ্রাফ টেস্ট হল অভিযুক্ত আফতাব পুনাওয়ালার। পুলিস সূত্রে খবর, লাই ডিটেক্টর টেস্টের সময়ও এদিন পুরোপুরি স্বাভাবিক আচরণ করতে দেখা গিয়েছে তাকে। বিন্দুমাত্র উদ্বেগ, উৎকণ্ঠা ছিল না তার মধ্যে। পাশাপাশি দিল্লি পুলিস জানাল, শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করতে একাধিক অস্ত্রের ব্যবহার করেছিল আফতাব। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে পাঁচটি ছুরি। প্রতিটিই পাঁচ থেকে ছয় ইঞ্চি দীর্ঘ। ব্যবহার হয়েছিল একটি করাতও। সেটির সন্ধান চলছে। হাড় হিম করা এই হত্যাকাণ্ডের তদন্তের মধ্যেই এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দিল্লি পুলিস খুব দ্রুত খুনির কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে।

    পলিগ্রাফ টেস্টের জন্য আফতাবকে এদিন দিল্লি পুলিস রোহিনীর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটিরিতে (এফএসএল) নিয়ে যায়। সেখানে তার নারকো টেস্টও হবে। সামান্য অসুস্থ থাকায় গতকাল এই প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছিল। পুলিসের একটি সূত্র থেকে এদিন জানানো হয়, গোড়া থেকেই খুব স্বাভাবিক আচরণ করতে দেখা গিয়েছে আফতাবকে। তদন্তের স্বার্থেই তার পলিগ্রাফ ও নারকো টেস্ট  খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি দীর্ঘ প্রক্রিয়া। শনিবার পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আফতাবের। তবে আদালত জেল হেফাজতে পাঠালেও অভিযুক্তের নারকো টেস্ট চালাতে সমস্যা নেই। এফএসএলের ডিরেক্টর দীপা ভার্মা বলেন, আফতাবের পলিগ্রাফ টেস্ট চলছে। প্রয়োজনে তাকে শুক্রবার ফের ডাকা হতে পারে। পলিগ্রাফ টেস্টের পর আম্বেদকর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হবে আফতাবের। তার রিপোর্ট আসারই পর নারকো টেস্ট সম্ভব। হাসপাতাল সূত্রে খবর, মেডিক্যাল টেস্টের রিপোর্ট সাধারণত দিন দুয়েকের মধ্যেই চলে আসে।
  • Link to this news (বর্তমান)