• মার্কিন রিপোর্ট পক্ষপাতদুষ্ট: ভারত
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নয়াদিল্লি: সম্প্রতি এক রিপোর্টে ভারতে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’স (ইউএসসিআইআরএফ)। মার্কিন কমিশনের ওই রিপোর্ট ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘ভুলে ভরা’ বলে জানিয়ে দিল ভারত। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘আমরা ওই রিপোর্ট পক্ষপাতদুষ্ট এবং ভুল ভরা বলে মনে করছি। অতীতেও ইউএসসিআইআরএফের বিরুদ্ধে ভারত সম্পর্কে ভুল তথ্য তুলে ধরার নজির রয়েছে। আমাদের শাসন ব্যবস্থা সংবিধান মেনে পরিচালিত হয়। গণতন্ত্রও অত্যন্ত শক্তিশালী।’ মার্কিন কমিশন ভারত সম্বন্ধে উদ্দেশ্যমূলকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 
  • Link to this news (বর্তমান)