• পাঁচ বছরের প্রতিশ্রুতির মোড়কে ভিশন ডকুমেন্ট মোদি সরকারের
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেট এবং তার আগে আর্থিক সমীক্ষা। দেশের অর্থনীতির আগামী আর্থিক বছরের পরিকল্পনা এবং বিগত আর্থিক বছরের আয়ব্যয় তথা পারফরম্যান্সের বিশ্লেষণ। এই দুই নথি এবং প্রক্রিয়াই বহু বছর ধরে দেশের অর্থনৈতিক নীতি নির্মাণের চালিকাশক্তি। কিন্তু স্বাধীনতার পর থেকে যা যা হয়ে এসেছে, তার সবই কমবেশি বদলে দিতে তৎপর নরেন্দ্র মোদি সরকার। যোজনা কমিশন থেকে রাজপথ অথবা সংসদ ভবন থেকে সবই প্রধানমন্ত্রী বদলে দিয়েছেন অথবা দিতে চলেছেন। পৃথক রেলবাজেট বন্ধ হয়ে গিয়েছে। এবার অর্থমন্ত্রকের ক্ষেত্রেও নতুন নিয়ম আসতে চলেছে। শুধুই বাজেট কিংবা আর্থিক সমীক্ষা নয়। বছরের মাঝখানে একটি করে ভিশন ডকুমেন্ট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ও তাঁর টিম সেই নথি প্রকাশ করবেন। আর্থিক সমীক্ষা সংসদে পেশ করা হয় বাজেটের আগের দিন। অর্থাৎ ৩১ জানুয়ারি। বাজেট পেশ হয় ১ ফেব্রুয়ারি। এবার  বছরের মাঝখানে জুলাই মাসে প্রকাশ করা হবে ভিশন ডকুমেন্ট। সেটির উপজীব্য হবে আগামী পাঁচ বছরে কী কী পরিকল্পনা রূপায়ণ করবে সরকার। তার বিস্তারিত প্ল্যান ও আর্থিক বরাদ্দ। ২০২৪ সালে লোকসভা ভোট। ২০২৩ সালের জুলাই মাসে প্রথমবার ভিশন ডকুমেন্ট প্রকাশ করে আগামী পাঁচ বছরের প্রতিশ্রুতি দেওয়ার অর্থ হল লোকসভা ভোটের প্রচার সরকারিভাবেই শুরু হয়ে যাচ্ছে আর সাত মাস পর। অর্থাৎ আগামী বছরের মাঝামাঝি থেকেই বস্তুত নরেন্দ্র মোদি লোকসভা ভোটের প্রচারের বিউগল বাজিয়ে দিতে আগ্রহী। 
  • Link to this news (বর্তমান)