• উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের জন্য দ্বিতীয় গেট যদুরবেড়িয়া কিষান মান্ডির অব্যবহৃত ঘরে হচ্ছে হস্টেল
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের পাঠ শুরু হয়েছে। পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই হাসপাতালের পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে বৃহস্পতিবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক হল। উপস্থিত ছিলেন সাংসদ সাজদা আহমেদ, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীককুমার ঘোষ, ওই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সনৎ ঘোষ, মেডিক্যাল সুপার শুভ্রা ঘোষ, ডেপুটি সুপার হাসিবুল মল্লিক প্রমুখ।

    এদিনের বৈঠকে মেডিক্যাল কলেজের একাধিক পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোগী পরিষেবার বিষয়টিও প্রাধান্য পায়। মেডিক্যাল কলেজে অবাঞ্ছিত লোকেদের প্রবেশ এবং অবৈধ গাড়ি পার্কিং রুখতে একটি পুলিস ক্যাম্প বসানোর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি মেডিক্যাল কলেজের জন্য আরও একটি গেট নির্মাণের উপর জোর দেওয়া হয়। এছাড়াও ঠিক হয়, এমবিবিএস পাঠরত ছাত্রদের জন্য যদুরবেড়িয়া কিষান মান্ডিতে কৃষিদপ্তরের অব্যবহৃত ঘরগুলিকে নুতনভাবে সাজিয়ে হস্টেল তৈরি করা হবে। এই দ্বিতীয় গেট সর্ম্পকে মেডিক্যাল সুপার শুভ্রা ঘোষ জানান, উলুবেড়িয়া স্টেশন রোডে দ্বিতীয় গেটটি নির্মাণ করা হবে। 
  • Link to this news (বর্তমান)