• আগুনে পুড়ে গেল ঝুপড়ি
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বৃহস্পতিবার পৃথক দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। প্রথমটি শিবপুর ব্যতাইতলা এলাকায়।  এদিন সকালে হঠাৎই স্থানীয় কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে সেগুলি। এলাকার মানুষজন প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। যদিও তা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণ বাদে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে তার আগেই বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। রান্না করতে গিয়ে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই। এছাড়া, এদিন দুপুরে আগুন লাগে সাঁতরাগাছিতে একটি পোশাক কারখানার পিছনে ফাঁকা জমিতে। সেখানে পড়ে থাকা জঞ্জলের স্তূপে আগুন ধরে বিরাট আকার নেয়। পাশেই ছিল গ্যাস গোডাউন। যদিও এই আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। 
  • Link to this news (বর্তমান)