আড়াই বছর বয়সে অনর্গল বলে রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একবারও না আটকে খুব কম সময়ের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের বা নজরুলের বড়বড় কবিতাগুলো গড়গড় করে বলে যেতে পারে। সুকান্তরও অনেক কবিতা তার মুখস্থ। এছাড়াও বাংলার বহু কবির পঞ্চাশ-ষাট লাইনের লেখা অনায়াসে বলে যেতে পারে। শুনে কে বলবে মেয়েটির বয়স দু’বছর ছ’মাস হল সবে। শুধু কি কবিতা?
দেবদেবীর ছ-ছটি সংস্কৃত মন্ত্র অনায়াসে উচ্চারণ করে। সেগুলির গোটাটা কণ্ঠস্থ করেছে বাচ্চাটি। ৭টি বাংলা গান গাইতে পারে সুর করে। ৪০ সেকেন্ডের মধ্যে জাতীয় সংগীত গেয়ে ফেলে স্পষ্ট উচ্চারণে। এছাড়াও বড় বড় ইংরেজি বাক্য থেকে অক্ষর চিনে বের করে ফেলে চোখের পলক ফেলার আগেই। এর মধ্যে ৪০টি বাংলা এবং বেশ কয়েকটি ইংরেজি ছড়া অনুরোধ করলেই শুনিয়ে দেয়। এই বয়সে এতসব করে বলে সে একটা স্বীকৃতি ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। ইন্ডিয়া অফ বুক রেকর্ডসে নাম উঠেছে তার। বাচ্চাটির নাম অহেনজিতা মিস্ত্রি। নামখানার মদনগঞ্জে বাড়ি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তাকে একটি মেডেল ও একটি সার্টিফিকেট দিয়েছে।
অহেনজিতার মা বিজলি মাইতি মিস্ত্রি মেয়ের কাণ্ড দেখে নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যান। বললেন, ‘এক বছর বয়সের আগেই মেয়ে কথা বলতে শুরু করেছিল। ছোট থেকেই সব বিষয়ে ওর কৌতূহল। যা শোনে সব মনে রাখে।’ তিনি জানিয়েছেন, মেয়ের দু’বছর বয়স থেকে আলাদাভাবে ওর প্রতি নজর দিতেন তাঁরা। গত ছ’মাস ধরে মেয়েকে তৈরি করেছেন। তারপর বুক অব রেকর্ডস-এর কমিটির কাছে মেয়েকে হাজির করেন। করার পর স্বীকৃতিও মেলে সঙ্গে সঙ্গে।-নিজস্ব চিত্র