• Thrash Hotel Staff:‌ ‘‌মহারাষ্ট্রে মারাঠী গান চালাতেই হবে’‌, হুমকির পর হোটেল ম্যানেজারকে মারধর করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা
    আজকাল | ২৫ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ হোটেল ম্যানেজারকে মারধর করার অভিযোগ উঠল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীদের বিরুদ্ধে।

     
    ঘটনার সূত্রপাত বুধবার সন্ধেয়। মুম্বইয়ের নিকটে ভাসি নামক এলাকায় একটি হোটেলে মারাঠী গান কেন বাজানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কয়েকজন অতিথি। বিষয়টি নিয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অতিথিদের বচসা বাধে। সেই সময় হোটেলের কাছেই দাঁড়িয়ে ছিলেন রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) কয়েক জন কর্মী। চিৎকার–চেঁচামেচি শুনে তাঁরা হোটেলে ঢোকেন। তখন হোটেলে আসা অতিথিরা এমএনএস কর্মীদের জানান, মারাঠী গান বাজাতে বলার পরেও তা বাজানো হচ্ছে না। একথা শুনেই চটে যান এমএনএস কর্মীরা। তাঁরা হোটেল ম্যানেজারকে ডাকেন। অভিযোগ, তারপর ম্যানেজারকে হুমকি দিয়ে বলেন, ‘‌এটা মহারাষ্ট্র। তাই মারাঠী গান বাজাতে হবে।’‌
    মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীদের এই হুমকি শোনার পরেও ম্যানেজার ও হোটেল স্টাফরা সরাসরি জানিয়ে দেন, মারাঠী গান বাজানো হবে না। অভিযোগ, তারপরই ম্যানেজারকে সপাটে চড় কষান এমএনএসের এক কর্মী। এর পর অন্যান্য কর্মীরাও ম্যানেজারকে মারধর করেন। বাদ যাননি হোটেল স্টাফরাও। তাঁদেরও মারধর করা হয়। 
    প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিথিদের বোঝানোর চেষ্টা করছিলেন হোটেল ম্যানেজার ও স্টাফরা। সেই সময় রাজ ঠাকরের দলের কর্মীরা হোটেলে এসে ঢোকেন। কেন মারাঠী গান বাজানো হচ্ছে না, তাঁদের কাছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেন ম্যানেজার ও হোটেল স্টাফরা। কিন্তু তাঁদের কথা না শুনে মারধর করতে থাকেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার কর্মীরা। 
  • Link to this news (আজকাল)