• Local Train: ‌শনি রাত থেকে রবিবার সকাল অবধি শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক লোকাল, কেন?‌
    আজকাল | ২৫ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শিয়ালদহ মেন শাখায় দমদম ও নৈহাটির মধ্যে চলবে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ।

    তাই মেন শাখায় আগামী শনি ও রবিবার বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। যার ফলে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। এছাড়া শুক্রবার থেকে ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী ৫ দিন দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।
    পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ১০.৪৫ পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় বাতিল থাকবে আপ ও ডাউন শিয়ালদহ–বারাকপুর লোকাল, আপ ও ডাউন শিয়ালদহ–নৈহাটি লোকাল, আপ ও ডাউন শিয়ালদহ–রানাঘাট লোকাল, আপ ও ডাউন শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল, আপ ও ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল। মূলত ইছাপুর স্টেশনেই হবে রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজ। এদিকে, অন্ডাল স্টেশনে নন–ইন্টারলকিং সিস্টেমের কাজ চলবে ২৫ থেকে ২৯ তারিখ অবধি। তাই এই পাঁচদিন বাতিল থাকবে পাটনা–কলকাতা গরিব রথ এক্সপ্রেস, রক্সোল–হাওড়া এক্সপ্রেস, হাতিয়া–বর্ধমান এক্সপ্রেস, বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস ও আজমগড়–কলকাতা এক্সপ্রেস। এছাড়া মুজফ্ফরপুর–হাওড়া এক্সপ্রেস–সহ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)