• আজ কলকাতায় বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের পঞ্চায়েত ভোটের আগে কী বার্তা, উৎসুক কর্মীরা
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: আজ, শুক্রবার কলকাতায় বীরভূম জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে জেলা নেতৃত্বকে কী রণকৌশল দেন, জেলা নেতৃত্বে কোনও রদবদল হবে কিনা তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। শাসকদলের কর্মীরা বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। পঞ্চায়েত ভোটে দলের প্রচার বা কর্মসূচি কীভাবে হবে তা নিয়ে কোনও বার্তা আসে কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে। আসানসোল আদালতে এদিনই জেলবন্দি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের  মামলার শুনানি রয়েছে। দিল্লিতে অনুব্রতর হয়ে মামলা লড়বেন কপিল সিব্বল। 

    গোরু পাচার মামলায় অনুব্রত জেলে থাকলেও তিনিই জেলা সভাপতি আছেন। তাঁর দেখিয়ে দেওয়া পথেই দল চলছে বলে নেতৃত্বের দাবি। শিয়রে পঞ্চায়েত ভোট। আগে ভোটের ঢাকে কাঠি পড়লেই ‘কেষ্টদা’ এলাকায় ঘুরতেন। এবার তা হচ্ছে না। বুথ ধরে ধরে বৈঠকও হবে কিনা তাও কর্মীদের অজানা। তবে জেলা কমিটি গড়ে পরিস্থিতি সামাল দিয়েছে শাসকদল। একাধিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে নেতৃত্বকে সরব হতে দেখা গিয়েছে। দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় অভিষেক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। 

    দলীয় সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটের দপ্তরে জেলার ১০জন বিধায়ক ও চার শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন। বিধায়কদের কাছ থেকে ব্লক সভাপতিদের পাঁচ বছরের কাজের খতিয়ান মিলিয়ে দেখা হবে। জেলার দু’জন ব্লক সভাপতির বিরুদ্ধে কর্মীদের ক্ষোভ থাকায় সেক্ষেত্রে রলবদল ঘিরে জল্পনা শুরু হয়েছে। বিধায়কদের জমা করা রিপোর্ট ও নিজের টিমের রিপোর্ট খতিয়ে দেখে ভোটের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে বলে জানা গিয়েছে। 

    অনুব্রত একাই দল চালাতেন। এমনকী প্রার্থীতালিকা চূড়ান্ত করে শুধু অনুমোদনের জন্য রাজ্য নেতৃত্বের কাছে পাঠাতেন। বৈঠকে জেলার কোনও নেতার গুরুত্ব বাড়ে কিনা তা নিয়েও উৎসাহ রয়েছে অনেকের। 

    মুরারইয়ের তৃণমূল কর্মী সুজয় দাস বলেন, পঞ্চায়েত ভোটে আমরা সঙ্ঘবদ্ধ লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা। বিধায়ক ও জেলা নেতৃত্বের মাধ্যমে তিনি যা নির্দেশ দেবেন তা পালন করব। রামপুরহাটের তৃণমূল কর্মী পান্থ দাস বলেন, দলের কিছু নেতার বিরুদ্ধে আমাদের ক্ষোভ, আপত্তি যাই থাকুক না কেন সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। কলকাতা থেকে ফিরে এসে জেলা নেতারা যা বলবেন সেভাবেই পঞ্চায়েত ভোটে ঝাঁপানো হবে। 

    তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। অভিষেক যা নির্দেশ দেবেন সেইমতো দলের আগামী দিনের কাজকর্ম চলবে। দলের সবাই এই বৈঠকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছি।
  • Link to this news (বর্তমান)