• দিল্লির চাঁদনি চকে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • নয়াদিল্লি: বিধ্বংসী আগুনের গ্রাসে দিল্লির চাঁদনি চকের মার্কেট। একের পর এক পুড়ে ছাই হয়ে গেল দিল্লির ভগীরথ প্যালেস বাজারের বেশ কয়েকটি দোকান। গতকাল, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিক ভাবে সেখানে ১৮ থেকে ২০টি ইঞ্জিন পৌঁছেছিল। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে শেষ মুহূর্তে সেখানে প্রায় ৪০টি দমকলের ইঞ্জিন পাঠাতে হয়। রাতভরের চেষ্টার পর আজ সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শুক্রবার সকালেও সেখানে ধিকিধিকি আগুন জ্বলছে, চলছে উদ্ধার কাজ ও আগুন নেভানোর কাজ। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে বলে দাবি দমকলের। আগুনের গ্রাসে বেশিরভাগ দোকানই একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকী মার্কেট ভবনের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে।  তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।  তবে কেন আগুন লেগেছিল, তার এখনও স্পষ্ট নয় দমকলে কাছে৷

    আজ সাতসকালেই ঘটনাস্থল পরিদর্শনে যান দিল্লির দমকল বিভাগের ডিরেক্টর অতুল গর্গ। তিনি বলেন, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনও প্রাণহানী হয়নি। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ৯.১৯ মিনিট নাগাদ প্রথমবার আগুনের খবর পৌঁছয় দমকলের কাছে। প্রাথমিক তদন্তে অনুমান, বৃহস্পতিবার রাতে একটি দোকানে প্রথম আগুন লাগে। তারপরই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। পরিস্থিতি মোটেই ভাল নয়। সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে ভেবেছিলাম। কিন্তু সেটা হয়নি। এখনও পকেট ফায়ার রয়েছে। যা বিপদের কারণ হচ্ছে।” প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের সময় গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কী ভাবে আগুন লাগল তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও অন্তর্ঘাত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে দমকল ও পুলিস।
  • Link to this news (বর্তমান)