• Congress: পুলিশকে গুলি করার কথা বলেও কংগ্রেস নেত্রীর সাফাই, 'বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে'!
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: পুলিশকে গুলি করার হুমকি দিলেন রাজ্য মহিলা কংগ্রেস নেত্রী সুব্রতা দত্ত।

    শুক্রবার বীরভূমে দলের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। যদিও তাঁর দাবি, তাঁর কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। তিনি কখনই পুলিশকে গুলি করতে বলেননি। দেশজুড়ে কংগ্রেসের 'ভারত জোড়ো' যাত্রা নিয়ে এদিন বীরভূমের তারাপীঠে একটি পথসভা করে জেলা কংগ্রেস। সেই সভার ভাইরাল হওয়া একটি ভিডিওতে সুব্রতাদেবীকে পুলিশকে গুলি করার কথা বলতে শোনা যায়। সভায় উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সভাপতি প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ-সহ জেলার অন্য নেতারা। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় তোলে বিরোধী দলগুলি। 

    শনিবার এই প্রসঙ্গে কংগ্রেস নেত্রীর দাবি, 'আমার পুরো বক্তব্য প্রকাশ না করে একটু অংশ প্রকাশ করা হচ্ছে। আমি বলেছিলাম তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জি যদি একথা বলতে পারেন তিনি পুলিশ হলে কপালে গুলি করতেন তাহলে আমরাও বলতে পারি পুলিশকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া উচিত। তার মানে এই নয় আমি পুলিশকে গুলি করার পরামর্শ দিয়েছি। এটা একটা কথার পৃষ্ঠে কথা।' 

    নেত্রীর এই বক্তব্যে অস্বস্তিতে রাজ্য কংগ্রেস। দলের জেলা সভাপতি বলেন, 'কংগ্রেস কখনই গুলি করার পরামর্শ দেয় না। সভা শেষে আমি কথা বলেছিলাম। তিনি বলেছেন মুখ ফস্কে কথাটা বেরিয়ে গেছে।' 
  • Link to this news (আজকাল)