• SNU: ফের কলকাতা আন্তর্জাতিক বইমেলার ডিজিটালাইজেশনের দায়িত্বে এসএনইউ
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: আর দুই মাসের অপেক্ষা।

    হালকা শীতের আমেজে জানুয়ারির শেষে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় মেতে ওঠার পালা। যা ঘিরে বছরভর অপেক্ষায় থাকেন বইমপ্রেমীরা। এবছরও কলকাতা পুস্তকমেলার ডিজিটালাইজেশনের দায়িত্বে রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ডিজিটালাইজেশনের সমস্ত দায়িত্ব গতবছরের মতো এবারও পালন করবে ইউনিভার্সিটির গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ। 

    পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্তা ত্রিদিব চ্যাটার্জির কথায়, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১-এর ডিজিটাল পার্টনার ছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। এবারও দায়িত্ব দেওয়া হয়েছে গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগকে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে বইমেলার ছবি ছড়িয়ে দেবে তারা। ইতিমধ্যেই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ও পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের মধ্যে মউ স্বাক্ষর হয়েছে। উল্লেখ্য, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। 
  • Link to this news (আজকাল)