• Tripura: ত্রিপুরার ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দেওয়ার আর্জি বিহারের মন্ত্রীর
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরার অন্যতম পর্যটনকেন্দ্র ঊনকোটিকে অবিলম্বে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণার দাবি উঠল।

    প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে এসে ঊনকোটি পরিদর্শন করে এমনটাই দাবি করলেন বিহারের তপশিলি জাতি এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সন্তোষ কুমার সুমন। মন্ত্রী এইদিন সহধর্মিনী দীপা কুমারী সহ তাঁর দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ঊনকোটি পরিদর্শন করে খুবই আপ্লুত হন। ঊনকোটি পর্যটন কেন্দ্রকে অবিলম্বে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা উচিত বলে দাবি করেন বিহার রাজ্যের তপশিলি জাতি এবং উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। শনিবার ঊনকোটি জেলার জেলাশাসক ড. বিশাল কুমার মন্ত্রীকে স্বাগত জানিয়ে পুরো ঊনকোটি পর্যটন কেন্দ্রটি ঘুরিয়ে দেখান। প্রায় এক ঘণ্টা পায়ে হেঁটে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করেন।

     এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ঊনকোটি সম্বন্ধে উনি আগে কিছুই জানতেন না। ত্রিপুরা রাজ্যে আসার পর তিনি ঊনকোটির নাম শুনেছেন। ঊনকোটি দেখতে না আসলে তিনি বিশ্বাসই করতে পারতেন না যে, এই ঊনকোটি পর্যটন কেন্দ্রে দেবতা সহ প্রকৃতির মনোরম দৃশ্য একসাথে অবস্থান রয়েছে। তিনি সবাইকে অনুরোধ করবেন ত্রিপুরায় এসে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি দেখে যাওয়ার জন্য। এছাড়াও তিনি বলেন, অবিলম্বে ঊনকোটি পর্যটন কেন্দ্রটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা উচিত এবং তাঁর পক্ষ থেকে চেষ্টা করবেন যাতে, ঊনকোটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। 
  • Link to this news (আজকাল)