• Imran Khan: লংমার্চ স্থগিতের সিদ্ধান্ত ইমরান খানের
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান লংমার্চ স্থগিত করার ঘোষণা করেছেন।

    শনিবার রাওয়ালপিন্ডির লংমার্চে সমর্থকদের উদ্দেশে ইমরান খান বলেন, ‘আমি ইসলামাবাদে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি জানি সেখানে গেলে ব্যাপক বিশৃঙ্খলা, সংঘর্ষ এবং ধ্বংসযজ্ঞ হবে। আর এতে ক্ষতি হবে দেশের।’

    গত এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি অভিযোগ করেন, পশ্চিমী ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। যদিও গত সপ্তাহে ইউটার্ন নিয়ে ইমরান খান বলেন, তাঁর ক্ষমতাচ্যুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী নয়।

    অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়ে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে লংমার্চের ঘোষণা করেন। গত ২৮ অক্টোবর তাঁর লংমার্চ শুরু হয়। কিন্তু ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার ২৩ দিন পর শনিবার রাওয়ালপিন্ডিতে লংমার্চ করে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন ইমরান খান।

    শনিবার লংমার্চ থেকে ইমরান খান আরও জানান, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দেশে বিদ্যমান সকল রাজনৈতিক ব্যবস্থা থেকে পদত্যাগ করবে। তিনি বলেন, 'আমরা এই সিস্টেমের অংশীদার হব না। আমরা সকল আইনসভা এবং এই দুর্নীতিপরায়ণ ব্যবস্থা পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।' 
  • Link to this news (আজকাল)