• NASA: প্লুটোর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ নাসার
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: প্লুটোর দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

    ছবিটি তুলেছে নাসার নিউ হরাইজনস নামের মহাকাশযান। গতকাল শনিবার ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করা হয়েছে। নাসার পোস্টে বলা হয়েছে, ২২ হাজার ২৫ মাইল (৩৫,৪৪৫ কিলোমিটার) দূরত্ব থেকে ছবিটি তোলা হয়েছে।

    নাসা আরও জানিয়েছে, ছবিতে সত্যিকারের প্লুটোকে আমরা দেখার সুযোগ পেয়েছি। শুধু তাই নয়, নাইট্রোজেন ও মিথেনের পরিপূর্ণ বামন গ্রহটির ‘প্রাণকেন্দ্র’ হিমবাহও ছবিতে দেখা যাচ্ছে। 
  • Link to this news (আজকাল)