• East Bengal: জামশেদপুর থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরার বিষয়ে আশাবাদী কনস্ট্যানটাইন
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার বিরুদ্ধে দুই গোলে এগিয়ে থেকেও হারতে হয়েছে।

    তাও আবার ঘরের মাঠে। হজম করা কঠিন ছিল স্টিফেন কনস্ট্যানটাইনের।‌ সেই যন্ত্রণা ভুলে আজ আবার জয়ে ফেরার লক্ষ্য নিয়ে নামবে ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। কিন্তু একটাই স্বস্তি, একেবারেই ছন্দে নেই প্রতিপক্ষ। লিগ টেবিলে লাল হলুদের থেকেও নীচে জামশেদপুর। ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট সংগ্রহ করে একধাপ নীচে টাটার দল। কনস্ট্যানটাইনের ধারণা, জামশেদপুর থেকে পয়েন্ট নিয়ে ফেরা সম্ভব। যেই দুটো ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল, দুটোই বাইরে। একটা নর্থ ইস্টের বিরুদ্ধে, অন্যটা বেঙ্গালুরু। হয়তো সেই পরিসংখ্যানের ভিত্তিতেই আবার তিন পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল।

    কনস্ট্যানটাইন বলেন, 'আমরা সব ম্যাচই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি। আমি হোম বা অ্যাওয়ে ম্যাচ আলাদা করে দেখি না। জামশেদপুর গতবার লিগ শিল্ড জিতেছিল। তাই ওদের সম্মান করি। কোচ ভাল এবং অভিজ্ঞ। দলে ভাল ফুটবলারও রয়েছে। তবুও আশা করছি তিন পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতে পারব।' কলকাতা থেকে প্রচুর সমর্থক জামশেদপুর গিয়েছে। এটা বাড়তি অ্যাডভান্টেজ মেনে নিলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ। চোট রয়েছে জেরি এবং কিরিয়াকুর। প্রথমজনকে পাওয়ার বিষয়ে আশাবাদী স্টিফেন। কিন্তু জামশেদপুর ম্যাচে পাওয়া যাবে না কিরিয়াকুকে। তবে যাবতীয় প্রতিকূলতা অতিক্রম করে জিতে ফেরার বিষয়ে বদ্ধপরিকর লাল হলুদ ব্রিগেড। 
  • Link to this news (আজকাল)