• India-New Zealand: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ সিরিজের পর বৃষ্টির থাবা একদিনের সিরিজেও।

    বাতিল হয়ে গেল ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। রবিবার সকাল থেকেই হ্যামিল্টনের আকাশের মুখ ভার ছিল। যদিও ম্যাচ শুরু হয়। টসে জিতে কেন উইলিয়ামসন ভারতকে ব্যাট করতে পাঠান। ৪.৫ ওভার হওয়ার পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখন বিনা উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ছিল ২২। প্রায় সাড়ে তিন ঘন্টা খেলা বন্ধ থাকে। ম্যাচ কমিয়ে আনা হয় ২৯ ওভারে। বৃষ্টির পর খেলা শুরু হতেই মাত্র ৩ রানে ফিরে যান শিখর ধাওয়ান। ক্রিজে ৪৫ রানে অপরাজিত ছিলেন শুভমন গিল। অন্যপ্রান্তে ৩৪ রানে নট আউট সার্যকুমার যাদব। আবার বৃষ্টি নামায় ১২.৫ ওভারে খেলা বন্ধ হয়ে যায়। শেষপর্যন্ত বরুণ দেবের কৃপায় ভেস্তে গেল ম্যাচ। বৃষ্টি না থামায় আবার খেলা শুরু করা সম্ভব হয়নি। এদিন প্রথম পর্যায় খেলা বন্ধ থাকাকালীন এক নতুন ভূমিকায় দেখা যায় সূর্যকুমারকে। সুপারসপারের গাড়িতে চড়ে মাঠে প্রবেশ করেন ভারতীয় ব্যাটার। মাঠ শোকানোর বিষয়ে সংশ্লিষ্ট মাঠকর্মীকে পরামর্শও দিতে দেখা যায় সূর্যকে। কিন্তু ম্যাচ বাঁচানো গেল না। ভারতের সিরিজ জয়ের সম্ভাবনাও শেষ। উইলিয়ামসন, লাথামের দাপটে প্রথম একদিনের ম্যাচ হেরেছিল ভারত। সিরিজের শেষ ম্যাচ জিতে সমতা ফেরাতে চাইবেন ধাওয়ানরা।‌
  • Link to this news (আজকাল)