• 'নন্দকুমার মডেল' নিয়ে চর্চার মধ্যেই পূর্ব মেদিনীপুরের ২ সমবায় নির্বাচনে জয় TMC-র
    এই সময় | ২৮ নভেম্বর ২০২২
  • পূর্ব মেদিনীপুরের দুটি সমবায় সমিতির নির্বাচনে জয় পেল TMC। রবিবার নন্দকুমারের শ্যামসুন্দরপুর (Shyamsundarpur) সমবায় সমিতির ১২ টির মধ্যে ১০ টি আসনে জয়লাভ তৃণমূলের। বাকি দুটিতে জয় পেল বিজেপি। অন্যদিকে, পাঁশকুড়ায় মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও তৃণমূলের জয়। দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। সমবায়ের মোট আসন ১২ টি। যার মধ্যে ৭টি তৃণমূল, ৪ টি সিপিএম এবং ১ টি বিজেপি পেয়েছে। তৃণমূল ৭ টি আসনে জয়লাভ করে বোর্ড গঠনের দায়িত্ব পায়। রবিবার নন্দকুমারের শ্যামসুন্দরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল৷ মোট আসন ১২ টি যার মধ্যে ১০ টিতে জয়লাভ করেছে তৃণমূল, ২ টিতে বিজেপি। আগামী ৪ই ডিসেম্বর তমলুকের খারুইয়ে সমবায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচনেও কী ফলাফল হয় সেদিকেও তাকিয়ে রয়েছে শাসক, বিরোধী উভয় শিবির।

    নন্দকুমারে (Nandakumar Co Operative Election) জয়ের পর থেকেই কাজে লাগিয়ে একাধিক সমবায় নির্বাচনে লড়াই করছে বাম ও বিজেপি বলে অভিযোগ। পাঁশকুড়ায় মঙ্গলধারী ইউনাইটেড সমবায় কৃষি উন্নয়ন সমিতির জয়ের পরেও বাম, বিজেপি হাত মিলিয়ে লড়াই করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতা সুজিত রায় বলেন, " ওঁদের মধ্যে একটা আঁতাত তৈরি হয়েছিল। কিন্তু মঙ্গলধারীর মানুষ সেটা হতে দেয়নি।" অন্যদিকে, বিজেপি নেতা আশিষ মান্না বলেন, " বামেরা কী করেছে জানি না, তবে বিজেপি দল আত্মনির্ভর। আমাদের কারো সঙ্গে জোট করতে লাগে না। আমরা নিজেদের শক্তিতেই লড়েছি।"

    উল্লেখ্য, মহিষাদলে নন্দকুমার মডেলকে (Nandakumar Model) ব্যর্থ হতে দেখা যায়। কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পায় তৃণমূল। ৭৬টি আসনের মধ্যে ৬৮টিতে জয় হয় তৃণমূলের। পায় ৮টি আসন। প্রসঙ্গত, গত ৯ নভেম্বর নন্দকুমারের ‘বহরমপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড’-এর নির্বাচনে ‘সমবায় বাঁচাও মঞ্চ’ গড়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছিল বাম-বিজেপি জোট। ৬৩টি আসনের সব ক’টিতেই তৃণমূলকে পরাস্ত করে নজির গড়েছিল তাঁরা।

    যদিও 'নন্দকুমার মডেল' মানতে রাজি নন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব। বামেদের সঙ্গে জোট হয়নি বলেই এর আগেও দাবি করেন । বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমাদের সঙ্গে বামেদের কোনওদিন কোনও জোট হয়নি। হতেই পারে না।" নন্দকুমার মডেলকে নিয়ে পালটা তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, "এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ক্রমশ মানুষের সামনে চলে আসবে রামবাম এসব তো জোট হবে তাতে প্রমাণ হয়ে যায় বিরোধীরা দেউলিয়া।"
  • Link to this news (এই সময়)