• Republic Day: ৭৫ বছরের সম্পর্ক উদযাপন, প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হল মিশরের রাষ্ট্রপতিকে
    আজকাল | ২৮ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ভারতের অতিথি হতে চলেছেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি জানুয়ারিতে।

    রবিবার এমনটাই জানিয়েছে দেশের বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন আস সিসিকে। তাতে সম্মতি দিয়েছেন মিশরের রাষ্ট্রপতি। উভয় দেশই এই বছর নিজেদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি পালন করছে। এমনকি ২০২২-২০২৩ সালে জি-২০ সম্মেলনের সময় অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে মিশরকে।

    স্বাধীনতার পর ১৯৫০ সাল থেকেই প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের তরফে। ১৯৫০ সালে এসেছিলেন ইন্দোনেশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি সুকর্ণো। তারপর পর পর তিন বছর কোনও বিদেশি নেতারা আসেননি। গত বছর ২০২১ সালে অতিথি হয়ে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০২০ সালে এসেছিলেন তৎকালীন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। এর আগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকেও।
  • Link to this news (আজকাল)