• ডেথ সার্টিফিকেট লিখতে পারবেন আয়ুর্বেদিক-ইউনানি ডাক্তারেরাও
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়িতে মৃত্যু হলে এমবিবিএস চিকিৎসকদের পাশাপাশি ডেথ সার্টিফিকেট লিখতে পারবেন ‘ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিন’-এ নথিভুক্ত চিকিৎসকরাও। ইন্ডিয়ান সিস্টেম অব মেডিসিনের আওতাভুক্ত চিকিৎসকরা হলেন আয়ুর্বেদিক, ইউনানি এবং সিদ্ধাশাস্ত্রের ডাক্তাররা। সিদ্ধা এ রাজ্যে এখনও চালু হয়নি। ফলে এ রাজ্যে এমবিবিএস-এর পাশাপাশি আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসকরাও এখন মৃত্যুর কারণ সংক্রান্ত শংসাপত্র দিতে পারবেন। এই সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এ প্রসঙ্গে বলেন, এর ফলে রাজ্যের প্রায় ৬৫ হাজার অ্যালোপ্যাথিক চিকিৎসকের পাশাপাশি ১৫০০’র বেশি আয়ুর্বেদিক চিকিৎসক এবং কয়েকশো ইউনানি চিকিৎসক এই ক্ষমতার অধিকারী হলেন।  

    প্রসঙ্গত, এ রাজ্যে দীর্ঘদিন ধরেই এমবিবিএস-এর পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসকরা মৃত্যুর কারণ সংক্রান্ত শংসাপত্র দিয়ে আসছেন। ১৯৬১ সালের জাতীয় আইন এবং ১৯৬৩ সালে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বহু আয়ুর্বেদিক চিকিৎসকও মৃত্যুর কারণ সংক্রান্ত শংসাপত্র দেন। কিন্তু অনেক শ্মশান এবং অন্তিম কাজের স্থানে আয়ুর্বেদিক চিকিৎসকদের দেওয়া শংসাপত্র গ্রহণ করা হয় না বলে অভিযোগ। সে কারণে এই ধরনের গে঩জেট বিজ্ঞপ্তি জারি করা প্রয়োজন ছিল বলে মনে করছে আয়ূষ মেডিক্যাল অফিসার্স আরবিএসকে অ্যাসোসিয়েশন। সংগঠনের রাজ্য সম্পাদক ডাঃ সুমিত সুর বলেন, এটি একটি অত্যন্ত জরুরি বিজ্ঞপ্তি। মৃত্যুর কারণ সংক্রান্ত শংসাপত্র আমরা দিতে পারব কি না, তা নিয়ে প্রশাসনের অন্দরেই বিভ্রান্তি রয়েছে। তার ফল ভুগতে হয় সাধারণ মানুষকে। এই নির্দেশের ফলে সেই বিভ্রান্তি কাটল। এই নির্দেশকে স্বাগত জানিয়েছে অল বেঙ্গল বিএএমএস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডাঃ পার্থ সরকারও। 
  • Link to this news (বর্তমান)