• বিজেপি সাংসদের হুমকির পরই বদলে গেল বাসস্ট্যান্ড ভাঙা হল দু’টি গম্বুজ
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২২
  • মাইসুরু: মসজিদের আদলে কেন তৈরি করা হয়েছে বাসস্ট্যান্ড? তীব্র আপত্তি জানিয়ে তা ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন কর্ণাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিমহা। আর তার কয়েকদিনের মধ্যেই বদলে গেল বাসস্ট্যান্ড। উধাও হয়ে গেল দু’টি গম্বুজ। এখন একটি মাত্র গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। সম্প্রতি কেরল সীমানার কাছে কোল্লেগালাতে ৭৬৬ নং জাতীয় সড়কে ওই বাসস্ট্যান্ডের উপর তিনটি গম্বুজের বিরোধিতা করেছিলেন মাইসুরু-কোডাগু কেন্দ্রের সাংসদ সিমহা। তাঁর মনে হয়েছিল,  ওই বাসস্ট্যান্ডের নকশা মসজিদের মতো। সিমহা হুমকি দিয়েছিলেন, ইঞ্জিনিয়াররা নকশায় বদল না হলে তিনি নিজেই বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেবেন বাসস্ট্যান্ড। তাঁর এই হুমকির তীব্র সমালোচনা করে কংগ্রেস। তবে বিজেপি সাংসদের এই হুমকির কয়েকদিনের মধ্যেই বদলে গেল বাসস্ট্যান্ডের নকশা। সিমহার আপত্তি নিয়ে সহমত হতে পারেননি তাঁর দলেরই বিধায়ক রামদাস। তিনি বলেন, ‘মাইসুরু প্যালেস আমাদের গর্ব। ওই প্যালেসের ধাঁচেই আমার বিধানসভা এলাকায় একাধিক বাসস্ট্যান্ড তৈরি করেছি। কিন্তু বিষয়টি নিয়ে অহেতুক ভিন্ন মত পোষণ করায় আমি দু’টি গম্বুজ ভেঙে দিয়েছি। এর জন্য কেউ আঘাত পেলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’ রবিবার সকালে বাসস্ট্যান্ডের নয়া চেহারার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিমহা। বাসস্টপের নয়া রূপ দেওয়ার জন্য জেলাশাসক ও দলের বিধায়ককে ধন্যবাদ দিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)