• নার্সিং পড়ুয়ার মৃত্যু কলেজের ৩ সহপাঠীকে খুঁজছে পুলিস
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরে এক নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছে। একটি বন্ধ ঘর খুলে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, মৃতের নাম উদ্ভব সরকার (২০)। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। মৃতের এক সহপাঠী-বন্ধু এই ঘটনার পর থেকে নিখোঁজ। শনিবার রাতে তাঁরা একই ঘরে ছিলেন। পুলিস জানিয়েছে, উদ্ভবের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ধারালো অস্ত্রের দাগ রয়েছে তাঁর গলায়। তাঁর নিখোঁজ বন্ধুটির খোঁজ করছে পুলিস। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালের সঙ্গে রয়েছে একটি মেল নার্সিং কলেজ। পুলিস জানিয়েছে, ওই হাসপাতালের পাঁচিলের পাশে একটি বাড়িতে ওই কলেজের সাতজন নার্সিং পড়ুয়া ভাড়ায় থাকেন। তাঁরা প্রত্যেকেই প্রথম বর্ষের ছাত্র। ১ নভেম্বর বন্ধুদের সঙ্গেই সেখানে ভাড়ায় এসেছিলেন উদ্ভব। তাঁর ঘরে আরও তিনজন থাকেন। তাঁদের মধ্যে দু’জন শুক্রবার বাড়ি গিয়েছেন। শনিবার রাতে উদ্ভব ও বাকি একজন ছাত্র একই ঘরে ছিলেন। অন্য যুবকটিও গঙ্গারামপুরের বাসিন্দা। এদিন সকাল থেকে তাঁদের ওই ঘরে তালা লাগানো দেখতে পান বাড়িওয়ালা। তাঁরা দুই ছাত্রকে ফোন করেন। কিন্তু তাঁদের ‘সুইচড অফ’ ছিল। উদ্ভবের বাড়ি থেকে ফোন আসে উদ্ভবের ফোনে। সেটাও বন্ধ পায় ওই পরিবার। তাঁরা বিষয়টি বাড়িওয়ালাকে জানান। 

    রবিবার দুপুর ১২টা নাগাদ বাড়িওয়ালা বাড়ি ফিরে উদ্ভবদের ঘরে তালাবন্ধ দেখেন। তখন তিনি বিষয়টি ফোনে জানান অশোকনগর থানায়। দুপুরে পুলিস তালা ভেঙে খাটের নীচ থেকে উদ্ভবের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বাড়িওয়ালা বলেন, আমাদের বাড়িতে দু’টি গেট। ছাত্ররা পিছনের গেট দিয়ে যাতায়াত করত। সকালে আমি কাজে বেরিয়েছিলাম। সাড়ে ৭টা নাগাদ একজন পড়ুয়া ঘরে তালা দিয়ে বেরিয়ে যায়। দুপুরে উদ্ভবের বাড়ির ফোন পেয়ে বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও পুলিসকে জানাই। রাতে আমরা ওই বাড়িতেই ছিলাম। কিন্তু সন্দেহজনক কোনও আওয়াজ পাইনি। পুলিসের অনুমান, এটা খুনের ঘটনা। এর পিছনে আরও কেউ যুক্ত থাকতে পারে। বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, মৃত ছাত্রের কয়েকজন বন্ধুকে পুলিস খুঁজছে। আমরা চাই, এই ঘটনার দ্রুত কিনারা হোক।
  • Link to this news (বর্তমান)