• বারুইপুর হাসপাতালে ওয়াটার এটিএম
    বর্তমান | ২৮ নভেম্বর ২০২২
  • সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্রের চেষ্টায় পঞ্চদশ অর্থ কমিশনের ২০ লক্ষ টাকা ব্যয়ে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওয়াটার এটিএম মেশিন ও ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন হল রবিবার। পরিষেবার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, সুপার ধীরাজ রায়, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস সহ অন্যরা। এক টাকায় ৫০০ মিলিলিটার জল, ২ টাকায় ১ লিটার জল পাওয়া যাবে ওয়াটার এটিএম মেশিন থেকে। এদিন অধ্যক্ষ বলেন, হাসপাতালে মা ক্যান্টিন চালু করার বিষয়ে পুরসভাকে প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ২০টি বেডের জন্য নতুন একটা জায়গা বাছা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে তাঁর পরামর্শ, অন্য হাসপাতালে বেড খালি আছে কি না, তা জেনে রোগী রেফার করতে হবে।

    পরিষেবার সূচনায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)