• ইউটিউব দেখে প্রশিক্ষণ নিয়ে এটিএম লুটের চেষ্টা, গ্রেফতার ইঞ্জিনিয়ারিং ছাত্র
    হিন্দুস্তান টাইমস | ২৮ নভেম্বর ২০২২
  • এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। তার জেরে তাদের গ্রেফতার করেছিল পুলিশ। আর গ্রেফতার হওয়া যুবকদের জেরা করে চোখ কপালে উঠল পুলিশের। অভিযুক্তদের মাথা নিজেই জানাল, সে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আর সে ইউটিউব দেখে এটিএম কীভাবে ভাঙতে হয় সেই শিক্ষা নিয়েছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ চোর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

    ঠিক কী ঘটেছে কোচবিহারে? স্থানীয় সূত্রে খবর,‌ কোচবিহার জেলার সিতাইয়ে নেতাজি বাজার এলাকার এটিএম লুট করে এই যুবকরা। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মাস্টারমাইন্ড। গ্রেফতার হওয়া যুবকের নাম লবিন মিয়া। তাকে আদালতে তোলা হলে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতার হওয়া যুবক কোচবিহারেরই শীতলকুচির বাসিন্দা। অভিযুক্ত ছাত্র মুর্শিদাবাদের একটি বেসরকারি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ধৃতদের সঙ্গে কোনও বড় অপরাধী চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, সিতাই থানার নেতাজি বাজারে এলাকায় এটিএম ভেঙে লুট করা হয়। তাতেই এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। সিতাই থানার ছাট বারোমাসিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার হওয়া যুবকের নাম লবিন মিয়া। জেরায় সে এটিএম ভাঙার কথা স্বীকার করেছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কে সানি রাজ বলেন, ‘‌গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।’‌

    আর কী জানা যাচ্ছে?‌ এই ঘটনাটি ঘটে গত ২৯ অক্টোবর। সিতাই থানার নেতাজি বাজার এলাকায় একটি এটিএমে ভোরে গাড়ি চেপে এসেছিল অভিযুক্তরা। গাড়ির নম্বর প্লেট ছিল কালো কাপড়ে ঢাকা। গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা করা হয়। বিকট শব্দ শুনে ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা। তখন গাড়িতে চেপে চম্পট দেয় তারা। পুলিশ উদ্ধার করেছে গ্যাস কাটার–সহ নানা যন্ত্র। ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে, সে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। গত ৬ মাস ধরে এটিএম মেশিন ভাঙার পরিকল্পনা করছিল এই যুবক।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)