• দেশের পতাকা দিয়ে মেঝে মুছেছেন মেসি, আর্জেন্টাইন তারকাকে হুমকি মেক্সিকান বক্সারের
    প্রতিদিন | ২৮ নভেম্বর ২০২২
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেক্সিকোর (Mexico) বিরুদ্ধে দু’গোলে ম্যাচ জিতে উঠে উল্লসিত আর্জেন্টাইন (Argentina) শিবির ড্রেসিং রুমে উৎসব উদযাপন করে। আর সেই উদযাপন ঘিরেই প্রশ্নের মুখে লিও মেসি। তাঁকে দেওয়া হল হুমকি। দিলেন কে? এক মেক্সিকান চ্যাম্পিয়ন বক্সার টুইটে লেখেন, ?ঈশ্বর করুন মেসি যেন আমার সামনে না আসে।?

    কাতার বিশ্বকাপে (Qatar World Cup) সৌদি আরবের কাছে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে নীল-সাদা জার্সিধারীরা প্রবল চাপে ছিল। ওচোয়াদের হারিয়ে আর্জেন্টিনা ভেসে রইল মেগা টুর্নামেন্টে। সেলিব্রেশনের সময়ে খালি গায়েই নাচ-গান করতে দেখা যায় মেসি-দি? পলদের। টেবিলে উঠে পড়েন গোলকিপার এমি মার্টিনেজ। খালি গায়ে হাততালি দিতে দিতে সতীর্থদের গানে যোগ দেন মেসি। দিবালা, নিকোলাস ওটামেন্ডিরাও সেলিব্রেশনে মেতে ওঠেন। তাঁদের সেই সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ছবি ভাইরাল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্বয়ং মেসি। মেক্সিকোর চ্যাম্পিয়ন বক্সার ক্যানসেলো আলভারেজ হুমকি দিয়েছেন ?এলএম টেন?কে। চারটি বিভাগে চ্যাম্পিয়ন ক্যানসেলোর অভিযোগ ড্রেসিং রুমে উদযাপনের সময়ে মেক্সিকো জাতীয় দলের জার্সি এবং পতাকাকে অসম্মান করেছেন মেসি। মেক্সিকো জাতীয় দলের জার্সি মেসি পা দিয়ে সরিয়েছেন বলে উল্লেখ করেছেন মেক্সিকান বক্সার। 

    আর্জেন্টাইন প্লেয়াররা যখন আনন্দে মেতে ওঠেন, সেই সময়ে নিজের জায়গায় বসে বুট খুলছিলেন মেসি। বুট খোলার সময়ে মেক্সিকোর জার্সি পা দিয়ে পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে। যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁরা কিন্তু এর মধ্যে খারাপ কিছু দেখেননি। বক্সার আলভারেজ বিষয়টা ভাল ভাবে নেননি। তিনি রাগত ভাবে একাধিক টুইট করেন। আলভারেজ লিখেছেন, ?আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন??
  • Link to this news (প্রতিদিন)