• নাকা চেকিংয়ের সময় প্রেস লেখা গাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৩ ডাকাত
    হিন্দুস্তান টাইমস | ২৮ নভেম্বর ২০২২
  • প্রেস স্টিকার লাগানো গাড়ি থেকে ধরা পড়ল ৩ ডাকাত। রবিবার রাতে বারুইপুরের ফুলতলা এলাকার ঘটনা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ভোজালি। ধৃতদের বিরুদ্ধে ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

    বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুুপার পার্থ ঘোষ জানিয়েছেন, রবিবার রাতে ফুলতলা এলাকায় পুলিশের নাকা চলছিল। তখন প্রেস স্টিকার লাগানো একটি গাড়িকে দাঁড় করান পুলিশকর্মীরা। গাড়িতে ছিলেন ৩ জন যাত্রী। ধোপদুরস্ত পোশাক পরে ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের সাংবাদিক হিসাবে চিনতে পারেননি ঘটনাস্থলে উপস্থিত কোনও পুলিশকর্মীই। তখন তাঁদের পরিচয়পত্র দেখাতে বলেন পুলিশকর্মীরা। কিন্তু কোনও পরিচয়পত্র দেখাতে পারেননি তাঁরা। এর পর গাড়িতে তল্লাশি শুরু করেন পুলিশ আধিকারিকরা। তখনই গাড়ি থেকে উদ্ধার হয় একটি ওয়ান শটার ও এক রাউন্ড কার্তুজ। এছাড়া পাওয়া যায় ভোজালি ও ছুরির মতো অস্ত্রও, যা ডাকাতিতে ব্যবহার করা হয়।

    অস্ত্র উদ্ধারের পরেই গ্রেফতার করা হয় আসিফ লস্কর, মহম্মদ হাইবুল ইসলাম গাজি ও প্রবীর মণ্ডল নামে তিন দুষ্কৃতীকে। ধৃতরা মগরাহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদেরর সোমবার বারুইপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)