• দিল্লির জুতো কারখানায় ভয়াবহ আগুন অকুস্থলে দমকলের ২৭টি ইঞ্জিন
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • নয়াদিল্লি: দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, আজ বেলা ১২টা নাগাদ দিল্লির লরেন্স রোডে ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি জুতো-চপ্পলের কারখানায় আচমকাই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন সম্পূর্ণ বাড়িটিতে ছড়িয়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণ বাদে অকুস্থলে এসে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। পরে আগুনের প্রকোপ বাড়ায় আরও ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কারখানাটিতে প্রচুর পরিমাণে চামড়ার জিনিস মজুত থাকায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এখনও হুহু করে বাড়ছে আগুনের লেলিহান শিখা। তবে দমকলকর্মীরা জানাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
  • Link to this news (বর্তমান)