• সংঘর্ষে গলায় বিঁধল ত্রিশূল, জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচাল এনআরএস
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুরুতর জখম অবস্থায় হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন যুবক। কোনও কারণে বচসা চলাকালীন বন্ধুর হাতেই আক্রান্ত হন তিনি। কল্যাণী থানার গয়েশপুরের বাসিন্দা ভাস্কর রামের গলায় এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল আস্ত একটি ত্রিশূল। শরীরে ত্রিশূল বিদ্ধ অবস্থাতেই কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে আসা হয় তিরিশোর্ধ ওই যুবককে। তবে এমন ভয়ানক ভাবে গলার একপাশ থেকে অন্যপাশে গেঁথে গিয়েছিল ত্রিশূলটি অস্ত্রোপচারের ঝুঁকি নেননি কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসকরা। এরপর ওই আক্রান্ত ব্যক্তিকে  কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। গতকাল, রাত তিনটে নাগাদ এনআরএসের জরুরি বিভাগে আসেন ওই যুবক। জরুরি বিভাগের চিকিৎসকরা ওই যুবকের আঘাত দেখে বিস্মিত হয়। বিপজ্জনকভাবে বিঁধে  থাকা ত্রিশূলটি বের করে যুবকের প্রাঁণ বাঁচানো খুবই কঠিন ছিল। তবে পিছিয়ে আসেননি উপস্থিত চিকিৎসকরা। দ্রুত জখম যুবককে  ইএনটি জরুরি বিভাগে নিয়ে আসা হয়। শুরু হয় জটিল অস্ত্রোপচার। প্রথমে অস্ত্রোপচারের জন্য ডঃ মধুরিমা অ্যানেস্থেসিয়া দিয়ে ওই যুবককে বেহুঁশ করেন। ডাঃ অর্পিতার সাহায্যে জটিল অস্ত্রোপচারটি করেন ডাঃ সুতীর্থ সাহা। নিরাপদে ত্রিশূলটিকে বের করে আনা সম্ভব হয়। এনআরএস-এর চিকিৎসকদের দক্ষতায় প্রাণ ফিরে পান আক্রান্ত যুবক। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে ভাস্কর রামের ওপর হামলা চালানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)