• Lionel Messi: ড্রেসিংরুমে মেক্সিকোর পতাকায় লাথি মারার গুরুতর অভিযোগ মেসির বিরুদ্ধে, ভাইরাল ভিডিও
    আজকাল | ২৯ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনা শিবির এখন সুখের সংসার।

    আচমকাই সেখানে বিতর্কের বাতাবরণ। মারাত্মক অভিযোগ উঠল লিওনেল মেসির বিরুদ্ধে। মেক্সিকোর জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার অধিনায়কের বিরুদ্ধে। দাবি, জয়ের পর সাজঘরে নাকি মেক্সিকোর পতাকায় লাথি মারেন মেসি। আধুনিক ফুটবলের রাজপুত্রের ওপর এই অভিযোগ আনেন বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন সাউল কানেলো আলভারেজ। একইসঙ্গে মেক্সিকোর জার্সির ওপর দাঁড়িয়ে থাকার অভিযোগও আনেন। ঘটনার সূত্রপাত নিকোলাস ওটামেন্ডির পোস্ট করা একটি ভিডিও থেকে। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর সাজঘরের পরিবেশ লেন্সবন্দী করা হয়েছে সেই ভিডিওতে। স্প্যানিশ ভাষায় একটি গানের সঙ্গে নাচ করতে দেখা যায় মেসি, ডি মারিয়াদের। সেখানেই মাটিতে পড়ে থাকা সবুজ রঙের কিছু একটা জিনিস পা দিয়ে সরিয়ে দেন মেসি।

    এই ঘটনাই নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেন কানেলো।‌ তুলোধনা করেন মেসির। লেখেন, 'মেসি দেখছি আমাদের জাতীয় পতাকা এবং জার্সি দিয়ে ঘর পরিষ্কার করছেন।' তাঁর এই মন্তব্য কেউই মানতে পারেনি। মেসির পাশে দাঁড়ান প্রাক্তন সতীর্থ সার্জিও আগুয়েরো। উল্টে বক্সিং চ্যাম্পিয়নকে একহাত নেন মারাদোনার প্রাক্তন জামাই। তিনি দাবি করেন, ম্যাচের পর ঘামে ভেজা জার্সি মাটিতেই ফেলা থাকে। মেসি বুট খোলার চেষ্টা করার সময় আচমকা জার্সি তাঁর পায়ে লেগে গিয়েছে। এই ঘটনায় এলএমটেনের পাশেই দাঁড়িয়েছে সমর্থকরা। সবার বিশ্বাস, বিপক্ষকে অসম্মান করার মতো মানুষ নন মেসি। 
  • Link to this news (আজকাল)