• প্রতিবাদ করে ধৃত খোমেইনির ভাইঝি
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • হিজাব বিক্ষোভে উত্তাল ইরান। এর মধ্যেই গ্রেপ্তার হলেন সেদেশের সুপ্রিম লিডার আয়াতোল্লা খোমেইনির ভাইঝি ফরিদা মোরাদখানি। প্রতিবাদ আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত ফরিদা দীর্ঘদিন ধরেই ইরান সরকারের সমালোচনায় সরব। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্বের সমস্ত দেশকে আর্জিও জানান ফরিদা। তিনি বলেন, ‘বিশ্বের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও প্রতিটি সরকারের কাছে একটাই আবেদন, শুধু মুখের কথা বা স্লোগানে কিছু হবে না। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই শাসকদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুক প্রতিটি দেশ।’ জানা গিয়েছে, ফরিদার গ্রেপ্তারির পরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁর ভাই। মুহূর্তের মধ্যে সেই ভিডিওটি রিপোস্ট করতে শুরু করেন আন্দোলনকারীরা। আগে কয়েকবার ফরিদাকে আটক করা হলেও এই প্রথম তাঁকে গ্রেপ্তার করল প্রশাসন।
  • Link to this news (বর্তমান)