• প্রিয়াঙ্কাকে দিয়ে পঞ্চায়েত ভোটের আগে সভা করাতে চাইছে কংগ্রেস
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধীকে জেলায় এনে সভা করাতে চাইছে মালদহ জেলা কংগ্রেস নেতৃত্ব। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোনও জায়গায় বড় জনসভা করার লক্ষ্য নিয়ে কংগ্রেস নেতৃত্ব এগতে চাইছে। সেখানে মালদহ, মুর্শিদাবাদের নেতা-কর্মীদের সমবেত করা হবে। গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যের সঙ্গে একদা গড় বলে পরিচিত মালদহেও কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে। সবেধন নীলমণির মতো দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র বর্তমানে ‘হাতের’ কব্জায় রয়েছে। সেটি রক্ষা করতে এক বছর আগে থেকেই কংগ্রেস নেতৃত্ব প্রস্তুতি নিতে শুরু করেছে। সেই কারণে চিরাচরিত প্রথা মেনে গান্ধী পরিবারকে আঁকড়ে ধরে কংগ্রেস নেতারা অক্সিজেন পেতে চাইছেন।

    এব্যাপারে কংগ্রেসের মালদহ জেলা সভাপতি তথা দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) বলেন, প্রিয়াঙ্কা গান্ধীকে আমরা জেলায় আনতে চাইছি। উপর মহলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের মোথাবাড়িতে বড় জনসভা করার চেষ্টা চলছে। 

    উল্লেখ্য, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের শক্তঘাঁটি ছিল। ৩৪ বছরের বাম জমানাতেও তিন জেলায় কংগ্রেসের প্রবল দাপট ছিল। সিপিএম চেষ্টা করেও তিন জেলায় সেভাবে দাঁত ফোটাতে পারেনি। বরকত গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাশমুন্সিদের মতো প্রয়াত কংগ্রেস নেতারা সংগঠনের ভরসায় ভোট বৈতরণী পার হতেন। কংগ্রেসের সেই ‘সুদিন’ এখন অতীত। কেন্দ্র ও রাজ্যের বর্তমান দুই শাসক দল বিজেপি ও তৃণমূল মালদহ তথা গৌড়বঙ্গে জাঁকিয়ে বসেছে। জোট সঙ্গী বামেদের সঙ্গে কংগ্রেস কার্যত অস্তাচলে গিয়েছে। নীচুতলার কর্মীরা নেতৃত্বহীনতায় ভুগছেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেই শূন্যস্থান তৃণমূল পূরণ করছে। বামেদের ভোটব্যাঙ্কের বেশিরভাগটাই গেরুয়া শিবির কব্জা করে নিয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। ফলে লোকসভা আসন ধরে রাখার জন্য কংগ্রেস কার্যত আদাজল খেয়ে ময়দানে নামতে চাইছে। 

    কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সম্প্রতি জেলায় কয়েকটি জনসভা করেছেন। তাতে ভালো ভিড় হয়। অধীরবাবু তৃণমূল এবং বিজেপিকে এক আসনে বসিয়ে আক্রমণ করেন। তাতে কর্মী মহলে ভালো সাড়া পাওয়া গিয়েছে। এভাবে গান্ধী পরিবারের কেউ জেলায় বড় জনসভা করলে কংগ্রেস হালে পানি পাবে বলে দলের নেতারা মনে করছেন। কংগ্রেসি রাজনীতিতে বরকত সাহেব পরিচিত মুখ ছিলেন। দিল্লিতে তাঁর যথেষ্ট নামডাক ছিল। ফলে তাঁর জেলায় সভা করার আবেদনে গান্ধী পরিবারের সদস্যরা সাড়া দেবেন বলে জেলা নেতৃত্বের আশা। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীকেই জেলা নেতৃত্বের প্রথম পছন্দ। আপাতত পঞ্চায়েত ভোটের আগে প্রিয়াঙ্কাকে দিয়ে জেলায় প্রকাশ্য সমাবেশ করার ব্যাপারে জেলা নেতৃত্ব উদ্যোগী হয়েছে। পরিস্থিতি বুঝে লোকসভা নির্বাচনের মুখে রাহুল গান্ধীকে আনারও চেষ্টা চলবে বলে নেতারা জানিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)