• সংগঠনের কোনও সিদ্ধান্ত নেবে না বঙ্গ বিজেপি, ফতোয়া কেন্দ্রীয় নেতৃত্বের
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • রাজু চক্রবর্তী, কলকাতা: অনেক দিন ধরে অভ্যন্তরীণ কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি। দিল্লি থেকে  ‘ওষুধ’ প্রয়োগ করে বিষয়টি আড়ালের চেষ্টা যত হচ্ছে, ততই বেআব্রু হয়ে পড়ছে অন্দরের আকচাআকচি। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির সাংগঠনিক ক্ষমতা কার্যত কেড়ে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। রীতিমতো ফতোয়া জারি করে দিল্লির নেতৃত্ব জানিয়ে দিয়েছে, এখন থেকে রাজ্য, জেলা বা মণ্ডল পর্যায়ে কোনও সাংগঠনিক পরিবর্তন করার এক্তিয়ার থাকছে না বঙ্গ বিজেপির। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ রাজ্য নেতৃত্ব শীঘ্রই কয়েকজন জেলা সভাপতি বদল করতে যাচ্ছিলেন। ঠিক তখনই দিল্লির এই নির্দেশ অনেক হিসেব গড়বড় করে দিয়েছে। রাজ্য কমিটির এক নেতার কথায়, গত ১৭ অক্টোবর দলের কোর-কমিটি ঘোষণার প্রক্রিয়া দেখে কিছুটা ইঙ্গিত মিলেছিল। তখন রাজ্য ইউনিটকে বাদ দিয়ে সরাসরি দিল্লি থেকে কমিটি ঘোষণা করা হয়েছিল। তারপর সাম্প্রতিক এই সিদ্ধান্ত এক সূত্রেই গাঁথা বলে মনে করছে গেরুয়া শিবির। 

    দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার নির্দেশ, এখন থেকে দিল্লিকে না জানিয়ে কোনও সাংগঠনিক রদবদল করা যাবে না। একান্তই তা করতে হলে রাজ্য নেতাদের ব্যাখ্যা দিতে হবে। নতুন কাউকে পদে বসানো বা কাউকে সরানোর ক্ষেত্রে সুনীল বনসল, মঙ্গল পান্ডেদের সাংগঠনিক রিপোর্টই অগ্রাধিকার পাবে। ওই নেতার কথায়, বর্তমান ক্ষমতাশালী লবির নিয়ন্ত্রকরা কয়েকদিন আগেও বিভিন্ন স্তরের নেতার পদ কেড়ে নেওয়ার হুমকি দিতেন। এখন তাঁরা ই ‘ঠুঁটো’! 
  • Link to this news (বর্তমান)