• রাজ্যে ৫০০ সাইক্লোন শেল্টার হচ্ছে: জাভেদ খান
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • নিজস্ব প্রতিনিধি, কলকাত: ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য রাজ্যে ৫০০টি আশ্রয় কেন্দ্র তৈরি করা হবে। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মন্ত্রী জাভেদ খান একথা জানিয়েছেন। তৃণমূল বিধায়ক সমীরকুমার জানার প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাইক্লোন শেল্টার তৈরির নির্দেশ দেওয়ার পর দপ্তর এব্যাপারে উ঩দ্যোগী হয়েছে। জায়গা চিহ্নিতকরণসহ অন্যান্য কাজ শুরু হয়েছে। মানুষ যাতে সহজে যেতে পারেন এমন জায়গায় এগুলি তৈরি করা হবে। ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নেওয়ার জন্য শতাধিক জায়গা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। পাথরপ্রতিমা ও সাগরদ্বীপের মতো জায়গায় আরও আশ্রয় কেন্দ্র তৈরির জন্য মন্ত্রীকে অনুরোধ করেন তৃণমূল বিধায়ক।

    তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মণ্ডলের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ক্যানিংয়ে মহকুমা আদালত তৈরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা বিচারকের কাছে এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হচ্ছে। শ্যামলবাবু বলেন, ক্যানিংয়ে আদালত না-থাকায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষকে বিচার সংক্রান্ত কাজের জন্য আলিপুরে যেতে হয়। এতে তাঁদের খুব অসুবিধা হচ্ছে। আইনমন্ত্রী জানান, বিভিন্ন জেলা আদালতে ৫৯টি বিচারকের পদ শূন্য আছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, সাধারণ ক্রেতাদের সচেতনতা বৃদ্ধির করার জন্য একগুচ্ছ ব্যবস্থা দপ্তর নিয়েছে। এর মধ্যে রয়েছে কর্মশালা এবং আলোচনাসভার আয়োজন। বিভিন্ন এলাকায় হোর্ডিং ও পোস্টার লাগানো, ট্যাবলো বের করা এবং মেলা ও প্রদর্শনীতে প্রচার চালানো। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও এর অঙ্গ। নিরাপদ খাদ্য এবং ভেজাল প্রতিরোধ নিয়ে মানুষকে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় উপভোক্তা আদালতে কত অভিযোগ জমা পড়েছে  এবং তার নিষ্পত্তি সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি। মন্ত্রী যে পরিসংখ্যান পেশ করেন তাতে দেখা যাচ্ছে, প্রায় সব অভিযোগেরই নিষ্পত্তি হয়ে গিয়েছে।
  • Link to this news (বর্তমান)