• গেহলট-পাইলট দলের ‘সম্পদ’: রাহুল গান্ধী
    বর্তমান | ২৯ নভেম্বর ২০২২
  • ইন্দোর: রাজস্থানে গেহলট ও পাইলটের দ্বন্দ্বে এখনই ‘নাক গলাতে’ চাইছে না কংগ্রেস হাইকমান্ড। তাঁরা দু’জনেই দলের ‘সম্পদ’ বলে সোমবার ইন্দোরের কাছে এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাহুলের এই মন্তব্যে স্পষ্ট, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলটের মধ্যে বিবাদ চরমে উঠলেও তাঁদেরকে এখনই চটাতে চাইছে না কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যদিও কংগ্রেস শিবিরের তরফে দাবি করা হয়েছে, আপাতত গেহলট ও পাইলট  সম্পর্কে নরম মনোভাব দেখালেও দলের স্বার্থে কড়া ব্যবস্থা নিতে পিছপা হবে না নেতৃত্ব।

    দিন কয়েক আগে শচীন পাইলটকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাইলট তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর তোপ, রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে পাইলটের নাম কোনওদিনই গ্রহণযোগ্য হবে না। কারণ, তাঁর সঙ্গে দশজন বিধায়কও নেই। গেহলট যখন এই তোপ দাগছেন, তখন মধ্যপ্রদেশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ‘ভারত জোড়ো’ যাত্রায় শামিল হয়েছেন পাইলট। ফলে বিষয়টিকে সামাল দিতে আসরে নামে কংগ্রেস নেতৃত্ব। পাইলট শিবিরের ক্ষোভ প্রশমনের চেষ্টায় কংগ্রেসের তরফে জানানো হয়, একজন প্রবীণ নেতার দলের কমবয়সি নেতা সম্পর্কে এ ধরনের মন্তব্য করা কখনওই উচিত নয়। ব্যস, ওই পর্যন্তই। অশোক গেহলটকে এর চেয়ে আর বেশি কিছু বার্তা দেওয়া হয়নি। ক্ষমতা প্রদর্শনের লড়াই ঘিরে রাজস্থানে গেহলট ও পাইলটের যে দ্বন্দ্ব চরমে পৌঁছিয়েছে, তা নিয়ে প্রশ্নের উত্তরে এদিন রাহুল গান্ধী বলেন, বিষয়টি ভারত জোড়ো যাত্রায় কোনওভাবেই প্রভাব ফেলবে না। ওই দুই নেতাই দলের সম্পদ। রাহুলকে প্রশ্ন করা হয়, আগামী লোকসভা নির্বাচনে তিনি কি কেরলের ওয়ানাড় থেকেই লড়বেন, নাকি তাঁকে আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে? প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, সিদ্ধান্ত নিতে এখনও এক-দেড় বছর সময় আছে। এখন আমার লক্ষ্য, ভারত জোড়ো যাত্রা। 
  • Link to this news (বর্তমান)