• আবর্জনাই হয়ে উঠল শিল্পের কাঁচামাল, অনন্য সৃষ্টি ফ্রান্সের শিল্পীর
    হিন্দুস্তান টাইমস | ০৭ অক্টোবর ২০২২
  • পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে শিল্প কোনও তথ্যচিত্রের তুলনায় বেশি কার্যকর বলে মনে করেন ফ্রান্সের এক শিল্পী৷ উপকরণ হিসেবে আবর্জনা ব্যবহার করে তিনি প্রকৃতির হাল তুলে ধরছেন৷ স্টেফানি কিলগাস্টের সৃষ্টিকর্মে প্রকৃতিই জগত পুনর্দখল করছে৷ ফরাসি এই শিল্পী কাদামাটি দিয়ে গাছপালা ও প্রাণী সৃষ্টি করেন৷ তাঁর কল্পনায় আবর্জনা মানুষের মাঝেই ফুলেফেঁপে ছাপিয়ে যায়৷ স্টেফানি বলেন, ‘এমন সব আবর্জনা দেখলে আমার সব সময়ে মনে হয়, মানবজাতি নিশ্চিহ্ন হয়ে গেলে এ সবই পড়ে থাকবে৷ শিল্প বা বিজ্ঞান নয়, আমাদের প্লাস্টিক আবর্জনা৷ সে কারণে আমার সৃষ্টির কাজে সেগুলি কাজে লাগাই৷ মনে হয় এটাই আমাদের সবচেয়ে বোকামির পরিচয়৷’

    আবর্জনা দিয়ে তৈরি ভাস্কর্য মানবজাতির জন্য অশনি সংকেত হয়ে ওঠে বলে কিলগাস্ট মনে করেন৷ তিনি বলেন, ‘শিল্প অবশ্যই আমাদের বর্তমান জগতকে প্রশ্নের মুখে ফেলতে পারে৷ কোনও তথ্যচিত্রের তুলনায় সেটা আরেও বেশি মর্মভেদী হতে পারে৷ সাধারণত শিল্পকর্ম মানুষের বুদ্ধিবৃত্তি নয়, বরং আবেগ ছুঁয়ে যায়৷ আমার কাছে সেটাই সবচেয়ে জরুরি বিষয়৷’

    স্টেফানি আসলে স্থাপত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন৷ কিন্তু শিশু বয়সেই তিনি ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করতেন৷ ২০১৭ সাল থেকে তিনি বাতিল বস্তু দিয়ে ‘ডিসকার্ডেড অবজেক্টস’ সৃষ্টি করে আসছেন৷ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা বেশ কয়েক লাখ পেরিয়ে গিয়েছে৷ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় তার প্রদর্শনী হয়৷ স্টেফানি বলেন, ‘আমার সৃষ্টিকর্মে আর কোনও মানুষ অবশিষ্ট নেই৷ আমি একে প্রলয়-পরবর্তী প্রফুল্ল ভাব হিসেবে বর্ণনা করি৷ যেন চারদিকে আনন্দের রেশ, সবকিছু বেশ রঙিন, আমোদের পরিবেশ৷ মানবজাতির অবশিষ্ট অংশই টিকে গিয়েছে, দুর্ভাগ্যবশত যা কোনও সুন্দর জিনিস নয়, শুধুই আবর্জনা৷’

    আবর্জনা নিজে থেকেই বেড়ে চলেছে৷ আজকাল এমনকি বন্ধুবান্ধবরাও স্টেফানিকে আবর্জনা উপহার হিসেবে পাঠাচ্ছেন৷ এভাবে মানুষের জঞ্জাল তাঁর শিল্পের কাঁচামাল হয়ে উঠছে৷ স্টেফানি বলেন, ‘আমার সৃষ্টিকর্ম মানুষকে নিজেদের জীবনযাত্রা, ভোগের প্রবণতা এবং ‘কনজিউমার' বা ভোক্তা হিসেবে মানুষের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আমি সত্যি আশা রাখি৷ কারণ আমরা তো শুধু ক্রেতা নয়৷’ মানুষ প্রকৃতিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি৷ কিন্তু পরিবর্তনের মাধ্যমে আমরা সেই প্রকৃতিকে আর বাসযোগ্য রাখছি না৷ স্টেফানি কিলগাস্টের সৃষ্টিকর্ম এমন জীবনধারার অবশিষ্ট অংশ তুলে ধরে৷

    (বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)