• চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে
    এই সময় | ০৮ অক্টোবর ২০২২
  • রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Divisional Hospital)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রোওশন শেখ। বাড়ি জঙ্গিপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ছোটকালিয়া গ্রামে। আরও জানা গিয়েছে, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের৷ এই ঘটনায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Divisional Hospital) উত্তেজনা ছড়ায়৷ এমনকি এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিবারের ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার (Raghunathganj Police Station) বিশাল পুলিশ বাহিনী।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Divisional Hospital) ভর্তি করা হয় ওই রোগীকে। কিন্তু কয়েক ঘণ্টা কেটে গেলও কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি বলে অভিযোগ৷ ফলে কোনও চিকিৎসা হয়নি এবং ওষুধও দেওয়া হয়নি বলেও অভিযোগ৷ চিকিৎসক না আসায় রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। পৌনে একটা নাগাদ চিকিৎসক এসে রোগীকে মৃত বলে ঘোষণা করেন বলে দাবি পরিবারের৷ এই ঘটনায় মৃতের ভাই হাসপাতালেই কান্নায় ভেঙে পড়েন৷

    তাঁর দাবি, ‘‘আমি বুকে ব্যথা নিয়ে আমার রোগীকে নিয়ে এলাম৷ ভর্তি করানোর পর জরুরি বিভাগ থেকে ভিতরে পাঠাল৷ এখানে এসে বেড পেলাম না৷ একটা ইনজেকশন দিয়ে রোগীকে নীচে রেখে দিল৷ আমরা নীচেই বেড দিলাম৷ বুকে ব্যথা করছে বলে জানালাম৷ তাতেও ওরা দেখল না৷ আমরা নিজে থেকে ECG করালাম৷ ECG র ওখান থেকে বলা হল হার্টের সমস্যা হয়েছে৷ চিকিৎসককে ফোন করা হল৷ অথচ এখানে কোনও চিকিৎসক নেই, ওষুধ নেই৷’’ তাঁর আরও দাবি, ‘‘একঘণ্টা পর চিকিৎসক এসে আমাদের রোগীকে মৃত বলে ঘোষণা করেন৷ চিকিৎসক দেখার বা এখানে থাকার প্রয়োজন মনে করেননি৷’’ চিকিৎসক কেন চিকিৎসা করল না বলে প্রশ্ন তোলেন মৃতের ভাই৷

    তাঁর দাবি, ‘‘আমার চোখের সামনে ছটফট করতে করতে মরে গেল৷ কেন হাসপাতালে চিকিৎসক থাকবেন না, তাঁরা চেম্বার করবেন অথচ হাসপাতালে ডিউটিতে থাকবেন না৷ বিনা চিকিৎসায় আমার রোগী কেন মারা গেল, এর জবাব দিতে হবে৷’’ রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে একাধিক প্রশ্ন তোলেন মৃতের আত্মীয় পরিজনরা৷ এমনকি বিনা চিকিৎসায় কেন তাঁদের রোগী মারা গেলেন, বারংবার তার জবাবদিহি তলব করতে থাকেন তাঁরা৷ এই ঘটনায় জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়৷
  • Link to this news (এই সময়)