• 'এই কারণেই উত্তরবঙ্গের মানুষ পৃথক রাজ্য চায়', কার্নিভ্যালকে কটাক্ষ শুভেন্দুর
    এই সময় | ০৮ অক্টোবর ২০২২
  • Suvendu Adhikari On Durga Puja Carnival : জলপাইগুড়ির মালবাজারে (Malbazar) বিসর্জনের সময় আচমকাই হড়পা বান আসে। আর তার জেরে ভেসে গিয়ে মৃত্যু হয় একাধিক জনের। এদিকে এই ঘটনার পর আর জেলায় জেলায় হওয়া পুজো কার্নিভ্যালে অংশ নেয়নি জলপাইগুড়ি জেলা। তবে এই দুর্ঘটনার পরও কলকাতায় কার্নিভ্যাল পালন করা হচ্ছে। আর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। তাঁর মতে, উত্তরবঙ্গে এই ঘটনা ঘটেছে বলেই কলকাতায় কার্নিভ্যাল বন্ধ হচ্ছে না। এটা যদি কলকাতার কোনও ঘাটে হত তাহলে সরকারের তরফে কার্নিভ্যাল (Durga Puja Carnival) বন্ধ করে দেওয়া হত। আর এই ঘটনার প্রেক্ষিতে ফের একবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করেন তিনি।

    কার্নিভ্যাল বন্ধের দাবি

    এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য সরকারি পয়সায় কার্নিভ্যাল করছে। মালবাজারের ঘটনার পর কার্নিভ্যাল বন্ধ রাখা উচিত ছিল বলে দাবি করেন তিনি। বলেন, "মালবাজারের মতো ঘটনা যদি বাবুঘাট বা কলকাতার অন্য কোনও ঘাটে হত তাহলে কার্নিভ্যাল বন্ধ হয়ে যেত। এটা যেহেতু উত্তরবঙ্গে হয়েছে তাই নাচন কোদন করবে। সরকারি টাকায় মোচ্ছব হবে। মালের ঘটনার পর এই উৎসব করার কি দরকার রয়েছে? এটা উত্তরবঙ্গ বলেই করেছে। আর সেই কারণেই তো উত্তরবঙ্গের লোক আলাদা রাজ্য চায়। আলাদা থাকতে চায়, কেন্দ্র শাসিত অঞ্চল চায়। কলকাতায় থাকা এই সব নেতারা বিভিন্ন ভাবে উত্তরবঙ্গকে বঞ্চনা করেছেন। যাঁরা প্রকৃত পক্ষে মানুষের জন্য কিছু করতে চান তাঁরা কেউ এই কার্নিভ্যালে যোগ দেবেন না।"

    সৌমেন্দুকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

    এদিকে শুক্রবার টানা ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari)। কাঁথি থানায় (Contai Police Station) ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাঁথি থানায় শুক্রবার সকাল ১০টা নাগাদ হাজিরা দিয়েছিলেন সৌমেন্দু। সেখানে টানা ১০ ঘণ্টা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে সম্মুখীন হতে হয় তাঁকে। সোমবার তাঁকে ফের থানায় হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন তিনি। অবশ্য তদন্তের বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। বলেন, "পুলিশ মনে করেছে তাই ডেকেছে। বসিয়ে রেখেছিল, আরও কয়েকঘণ্টা বসিয়ে রাখলেও আমার আপত্তি ছিল না।"

    সৌমেন্দু প্রসঙ্গে শুভেন্দু

    আর সৌমেন্দু অধিকারীর প্রসঙ্গে এবার মুখ খুললেন শুভেন্দু। তিনি বলেন, "কোর্ট বলেছে একসঙ্গে দু'ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। কিন্তু, থানায় সৌমেন্দুকে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে। অবশ্য ২০০ ঘণ্টাও করতে পারে। তাতে কোনও লাভ হবে না। বেআইনি কাজ করছে, কোর্টে কেমন কানমলা খায় দেখবেন। আমি খুব শক্ত প্রকৃতির মানুষ। ব্রিটিশ পুলিশকে ভয় করিনি, এদেরকেও ভয় করব না। সুদে আসলে সব ফিরিয়ে দেব।
  • Link to this news (এই সময়)