• বাড়ির মধ্যে প্রায় ৪ ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার, ভয়ে হাড় হিম পরিবারের
    এই সময় | ০৮ অক্টোবর ২০২২
  • বাড়ির মধ্য থেকে উদ্ধার হল প্রায় চার ফুট লম্বা একটি চন্দ্রবোড়া সাপ (Chandrabora Snake)। স্থানীদের চেষ্টায় উদ্ধার হয় সাপটি। ঘটনাটি ঘটেছে হলদিয়ার (Haldia) সুতাহাটা থানার (Sutahata Police Station) দ্বাড়িবেড়িয়া এলাকায়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ সাপটি একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল, তা নিয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ সাপটি এলাকায় কীভাবে ঢুকে পড়ল, তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী৷ সাপটি উদ্ধারের পরই বন দফতরে খবর দেওয়া হয়৷ বন দফতরের কর্মীরা এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে৷

    শনিবার সকালে হলদিয়ার সুতাহাটা থানার (Sutahata Police Station) দ্বাড়িবেড়িয়া এলাকায় বাসিন্দা প্রান্তোষ প্রামাণিকের পরিবারের লোকজন বাড়ির মধ্যে বিকট শব্দ শুনতে পান। প্রথমে তাঁরা ভীষণ ভয় পেয়ে যান৷ তবে তাঁদের সন্দেহ হওয়ায় স্থানীয়দের খবর দেন৷ তাঁরা এসে দেখেন, বাড়ির মধ্যে একটি বৃহৎ আকৃতির একটি সাপ রয়েছে। যার নাম চন্দ্রবোড়া। এরপরই এলাকাবাসী সাপটিকে ধরার তোড়জোড় শুরু করেন৷ তাঁরা সাপ ধরতে নিয়ে আসেন মাছ ধরার জাল৷ এরপর তাঁরা মাছ ধরার জাল দিয়ে সাপটিকে ধরেন।

    সাপটিকে ধরার পর স্থানীয় বালুঘাটা বিট হাউসে খবর দেওয়া হয়৷ তাদের হাতে সাপটি তুলে দেওয়া হয় বলে জানান পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, বাড়িটি খালের ধারে হওয়ায় সাপটি কোনও ভাবে বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপটি কখন কীভাবে বাড়ির মধ্যে ঢুকে পড়ে, সেটা বুঝে উঠতে পারছেন না তাঁরা৷ যদিও সাপটির দ্বারা গ্রামবাসীদের কোনও ক্ষতি হয়নি৷ তার আগেই স্থানীয়দের ফেলা মাছ ধরার জালে আটকা পড়ে সে৷ এমনকি বন দফতর তাকে নিয়েও চলে গিয়েছে৷ তাঁদের দাবি, এই ধরনের সাপ সাধারণত এই সব এলাকায় দেখা যায় না। পাহাড়ি এলাকার সাপ। তবে এই সাপটি এলাকায় কীভাবে এল, তা চিন্তায় ফেলেছে এলাকার মানুষকে।

    স্থানীয় বাসিন্দা মানস কুমার সাহু বলেন, ‘‘আমরা আগে যা দেখেছি এবং বর্তমানে বিভিন্ন নেট মাধ্যমেও দেখি এই সাপগুলো আমাদের এখানকার নয়৷ এগুলো পাহাড়ি এলাকার সাপ৷ এই সাপটিকে আমরা মারিনি৷ স্থানীয় সহযোগিতায় ধরে বন দফতরের হাতে তুলে দিয়েছি৷’’ এই সাপ এলাকায় দেখে ভীষণ আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয়রা৷ তাঁদের দাবি, এই সাপটি ধরা না পড়লে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত৷ এমনকি সাপের কামড়ে প্রাণহানির আশঙ্কাও ছিল৷
  • Link to this news (এই সময়)