• Spain: স্পেনের বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনা, আহত ১৫৫
    আজকাল | ০৮ ডিসেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: স্পেনের বার্সেলোনা শহরের উপকণ্ঠে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫৫ জন আহত হয়েছেন।

    আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে শহরের কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মন্টকাডা আই রেইক্সাক মানরেসা স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।
    জানা গিয়েছে, ট্রেনগুলি একই দিকে যাচ্ছিল, স্টেশনে দাঁড়াবার সময় সংঘর্ষ হয়। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে বলে জানায় কাতালান পুলিশ।
    দেশটির জরুরী পরিষেবার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনায় অন্তত ১৫৫ জন আহত হয়েছে। এর মধ্যে ১৪ যাত্রীকে যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
    এই সংঘর্ষের সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। আহত যাত্রীদের অধিকাংশই দাঁড়িয়ে ছিলেন। চলন্ত ট্রেনটি স্টেশনে একটি স্থির ট্রেনের পিছন অংশের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
    দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে এক যাত্রী বলেন, হঠাৎ করেই ট্রেনের পেছনের অংশে প্রচণ্ড আঘাত অনুভূত হয় এর পরেই লোকেরা চিৎকার শুরু করে। অনেকের রক্তপাত হয়। 
  • Link to this news (আজকাল)