• Manik Bhattacharya: চার্জশিটে নাম স্ত্রী-পুত্রের, কী বললেন মানিক ভট্টাচার্য?
    আজকাল | ০৮ ডিসেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য।

    আজ, অর্থাৎ বুধবার তাঁকে আদালতে তোলার কথা ছিল। অন্যদিকে বুধবারই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। সূত্রের খবর, ওই চার্জশিটে নাম রয়েছে মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রের। এই তথ্য সামনে আসার পরই আজ শুনানি শেষে আদালত থেকে বেরোনোর সময় কাতর আর্জি জানিয়েছেন মানিক। 

    তাঁর আবেদন, তাঁর স্ত্রী পুত্রকে এই বিষয়ে না জড়ানোর জন্য। সূত্রের খবর, তিনি কাতর আবেদন জানিয়ে বলেন, আমাকে মেরে ফেলো, স্ত্রী-পুত্রকে জড়িও না। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ৫৮ দিন ধরে জেলে রয়েছেন মানিক। আজ ৫৯ দিনের মাথায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মানিকের বিরুদ্ধে ১৫৯ পাতার চার্জশিট জমা দিয়েছে। সূত্রের খবর, প্রমাণ দেওয়া হয়েছে ৫০০০ -এর বেশি পাতার। চার্জশিটে মানিকের স্ত্রী পুত্র, ছাড়াও মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল এবং দুটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও মামলায় মানিক ভট্টাচার্যের স্ত্রীর নাম উঠে এসেছে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মোট ৬০ টি অ্যাকাউন্ট রয়েছে মানিকের নামে।
  • Link to this news (আজকাল)